একে পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধি। তারওপর মাঝের হাট ব্রিজ কাণ্ডের পর শহর কলকাতায় ভারী পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ। যার জেরে ক্রমেই উর্দ্ধমুখী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ শাক সবজির দাম। যেকারণেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।
Last Updated: Sep 14, 2018, 21:17 IST


