প্রকৃতিকে রক্ষা করতে বনবিবি-ই এবার মানিকতলা ১৪ পল্লির বনদুর্গা

Bangla Editor | News18 Bangla | 03:00:39 PM IST Oct 02, 2019

আমাজনের জঙ্গল জ্বলছে। পুড়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। অধিকাংশ মানুষ নির্বিকার। নানা ভাবে জঙ্গল আজ বিপন্ন। একটা সময়ে প্রকৃতিকে রক্ষা করতে বনবিবির পুজো করতেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মানুষ। ওড়িশা ছাড়া অন্য জায়গায় পুজো প্রায় বন্ধ। সেই বনবিবি-ই এবার মানিকতলা ১৪ পল্লির বনদুর্গা। অসংখ্য শালপাতায় মোড়া মণ্ডপে জঙ্গলের আবহ।

লেটেস্ট ভিডিও