সপ্তমী তিথি। আনুষ্ঠানিক ভাবে পূজার শুরু। শুরুর শুরুটা হয় নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে। ভোর থাকতেই গঙ্গার ঘাটে বা বাড়ির পাশে জলাশয়ে একটি কলাগাছকে বউ সাজিয়ে স্নান করান হয়। তারপর শাড়ি পরিহিতা সেই গাছকে স্থাপন করা হয় প্রতিমার এক প্রান্তে। গণেশের পাশে। বাকি দিনগুলোতে কলাবউও পুজো পায়।