Jaynagar Moya Home Delivery: Jaynagarer Moa | শীত পড়তেই পাড়া যেন সেজে ওঠে জয়নগরের মোয়া দিয়ে। সারা বছর নেই—কিন্তু শীত নামলেই হঠাৎ গজিয়ে ওঠে মোয়ার দোকান। মানুষ কেনেন, খানও ঠিকই… কিন্তু যাঁরা আসল জয়নগরের মোয়া খেয়েছেন, তাঁরা পাড়ার মোয়া মুখে তুলেই আক্ষেপ করেন। শীত পড়লেই পাড়ায় পাড়ায় জয়নগরের মোয়া'র দোকান। সারাবছর তাদের দেখা পাওয়া যায় না শীত পড়লে হঠাৎ গজিয়ে ওঠে। মানুষ কেনেন, খান। যাঁদের জয়নগরের মোয়া খাওয়ার সৌভাগ্য হয়েছে তাঁরা পাড়ার জয়নগরের মোয়া খেয়ে আক্ষেপ করেন। তবুও বাধ্য হয়ে খেতে হয়। এবার সে আক্ষেপের অবসান। রাজ্য সরকার 'জয়নগরের আসল মোয়া' মানুষের দোরগোড়ায় পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: December 08, 2025, 17:28 IST