Bangla News| Durga Puja 2021: বৃষ্টি কি মাটি করবে নবমী নিশি? দুরু দুরু বক্ষে সকালেই প্যাণ্ডেল হপিং-এ মানুষের ঢল, দেখুন ছবি...

Bangla Digital Desk | News18 Bangla | 10:17:09 AM IST Oct 14, 2021

#কলকাতা: আজ মহানবমী, সকাল থেকেই মণ্ডপে, মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের(Bangla News| Durga Puja 2021) জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও আবার চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দুর্যোগ। নবমীতেও মণ্ডপ ফাঁকা। তবে কলকাতার আকাশে এখনও শুধুই মেঘের ঘনঘটা। বৃষ্টির(Bangla News| Durga Puja 2021) দমক সেভাবে শুরু হয়নি। তবে আবহাওয়া দফতরের সতর্কবাণী আশংকার কালো মেঘের কথা বলেছ।  তাই নবমী নিশির অপেক্ষা না করেই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চোখে পড়ার মতো ভিড়।

লেটেস্ট ভিডিও