আগুন লেগেছিল সিইএসসির মিটার বক্সে, ফুটপাথে তারপর আগুন ছড়িয়ে পড়ে

Bangla Editor | News18 Bangla | 09:33:19 AM IST Sep 18, 2018

শনিবার রাত ২টো ১০ মিনিট। প্রথম আগুন লাগে সিইএসসি-র মিটার বক্সে। সেখান থেকে দ্রুত আগুন ছড়ায় ফুটপাথে থাকা ডালায়। দাহ্য পদার্থে ঠাসা এইসব ডালা থেকে চোখের পলকে আগুন ধরে যায় বাগরি মার্কেটে। দাউদাউ করে জ্বলতে থাকে ছ’তলার মার্কেট।

ফুটপাথই যে আগুনের উৎস, রবিবারই তা দেখায় নিউজ18 বাংলা। এবার তার সত্যতা প্রমাণিত হল। এদিকে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে আসছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে বাগরি মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ব্যবসায়ীদের অনেকেই এই নিয়ে অভিযোগ করেছিলেন। নিউজ এইটিন বাংলার অন্তর্তদন্তে তারই প্রমাণ মিলল। বেশ কিছু সিলিন্ডারে মেয়াদ ফুরনোর তারিখ লেখা নেই। সেই সিলিন্ডারই দীর্ঘদিন ধরে বাজারে রয়েছে। কাজ করেনি অনেক ফায়ার এক্সটিংগুইসারও।

লেটেস্ট ভিডিও