War in Ukraine : নদিয়ার পার্থ আটকে যুদ্ধক্ষেত্র ইউক্রেনে! একের পর এক মিসাইল পড়ছে, হাড়হিম করা ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 02:21:44 PM IST Feb 26, 2022

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে পরিস্থিতি বর্তমানে চলছে, তাতে উদ্বেগে গোটা বিশ্ব। ইউক্রেনের (War in Ukraine) মাটিতে এখন শুধুই বোমা, কামান ও গুলির শব্দ। কোনও মতে বাঙ্কারে ঠাঁই নিচ্ছেন এলাকার মানুষ। গোটা বিল্ডিং মুহূর্তে ধূলিস্মাত হয়ে যাচ্ছে। ইউক্রেনের বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ ও হাহাকার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন নদিয়ার তরুণ পার্থ ভৌমিক। ইউক্রেনে চিকিৎসাবিদ্যায় পাঠরত তিনি।

লেটেস্ট ভিডিও