Earthquake: দেড় ঘণ্টায় পর পর চারবার ভূমিকম্পের রেশ, টের পেল ভারত-সহ এশিয়ার চারটি দেশে

Author :
Last Updated : বিদেশ
পরপর ভূমিকম্প। কেঁপে উঠছে এশিয়া, ইউরোপ থেকে আমেরিকার মাটি। এক প্রান্তের রেশ কাটতে না কাটতেই অন্য প্রান্ত কেঁপে উঠছে। আতঙ্ক ছড়াচ্ছে ভারত সহ পাশাপাশি দেশগুলোতে। কখনও কম্পনের উৎসস্থল সমুদ্রের নীচে তো কখনও বা হিমালয়ে। কম্পন আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বে। কাঁপছে কলকাতা, দিল্লি এবং পাশের দেশগুলো। কোনও সেনা আক্রমণ নয়। বোমা বিস্ফোরণ নয়। কোনও মিসাইল আক্রমণ নয়। মায়ানমারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল আফগানিস্তান। কাঁপল দিল্লিও। ধ্বংসস্তুপের বিধ্বস্ততা, চাপা পড়া লাশের সারি, মৃত পরিজনের কান্নার রেশ কাটতে না কাটতেই কেঁপে উঠল ভারতের আরও এক পাশের দেশ আফগান ভূমি। যার রেশ এসে পড়ল দিল্লিতে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/বিদেশ/
Earthquake: দেড় ঘণ্টায় পর পর চারবার ভূমিকম্পের রেশ, টের পেল ভারত-সহ এশিয়ার চারটি দেশে
advertisement
advertisement