সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে সিলিন্ডারের গ্যাস! ভাবছেন এবার হয়তো অতিরিক্ত রান্নার কারণে সময়ের আগেই ফুরিয়ে গিয়েছে গ্যাস! এবার এই ঘটনার কথা শুনলে রীতিমতো অবাক হবেন, পাশাপাশি সচেতন না হলে আপনাকেও পড়তে হতে পারে এমনই সমস্যায়। নতুন ভরা গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল, অভিযোগ জানাতেই পরিস্থিতি সামাল দিতে নতুন সিলিন্ডার দিয়ে উপভোক্তা কে মানানোর চেষ্টা ডিস্ট্রিবিউটারের। জানা গিয়েছে, নিউ বারাকপুর সত্যেন পল্লী এলাকার বাসিন্দা শ্যামল চৌধুরী গত দিনকুড়ি আগে নতুন একটি গ্যাসের সিলিন্ডার লাগিয়ে তা ব্যবহার শুরু করেন।
Last Updated: Jul 31, 2024, 23:13 IST


