Birbhum News- চপ কিনেছিলেন মুখ্যমন্ত্রী, সেই দোকান পাকা করলো প্রশাসন

Bangla Digital Desk | News18 Bangla | 08:37:36 PM IST Jan 08, 2022

#বীরভূম : রামপুরহাট লাগোয়া ছোট্ট গ্রাম কুসুম্বা। মুখ্যমন্ত্রীর আদিবাড়ি চাকাইপুর হলেও তার জন্ম কুসুম্বা গ্রামে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি রামপুরহাটে জনসভা সেরে মামার বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রামপুরহাটের সার্কিট হাউসে ফেরার পথে, গ্রামের মোড়ে সমাদিস বাবুর চপের দোকান দেখে, কনভয় দাঁড় করিয়ে চপ কিনেছিলেন তিনি। সেই দোকানটি পাকা করে দিল প্রশাসন।

লেটেস্ট ভিডিও