যেন সাদা চাদরে মোড়া নদীর দুই পাড়। কেউ যেন কাশের বিছানা করে রেখেছে। বর্ষার শেষে ভরা নদীর দুপাশ নীল সাদা কাশ বন মোহিত করবে আপনাকে। (Ranjan Chanda) বর্ষার শেষে নীলাকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর সারি সারি কাশবন জানান দেয় দেবী মহামায়ার আগমনী। সামনেই দুর্গা পুজো! পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুবর্ণরেখা নদীর দুই পাড় সাদা কাশবনে ঢাকা। নদী তার আপন খেয়ালে বয়ে চলছে। আর তার দুই পাশ অপরূপ সৌন্দর্যে মোড়া। দিনের শেষে ক্লান্তি দুর করতে সাদা কাশের বন নজর কাড়বে। সাথে ছবি তোলার অসাধারন মুহূর্ত। নদীর দুই পাড়ে ঘন ঘন কাশবন।আর সাথে জঙ্গলকন্যা সেতু। সেতু থেকে চেখে দেখা যাবে এই প্রকৃতির সৃষ্টিকে।