Bird Festival: শুরু হল সুন্দরবনের মেগা বার্ড ফেস্টিভ্যাল, ইউরোপ থেকে উড়ে এলেন অতিথিরা! বিশেষজ্ঞদের হানা পাখিদের ডেরায়
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Sundarban Bird Festival: তৃতীয় পাখি উৎসবে ১২ টি বিপন্ন প্রজাতির পাখির দেখা মিলেছিল বলে রিপোর্টে উল্লেখ করেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
advertisement
advertisement
advertisement
advertisement
পাঁচ দিনের এই পাখি উৎসবে পাখি প্রেমীরা সুন্দরবনের এক একটি রেঞ্জ এলাকায় ঘুরে বেড়াবেন। নির্জনে সেই এলাকায় জলযানে ঘুরে ঘুরে পাখিদের ছবি তুলবেন, পাখিদের প্রজাতি ও ঘনত্ব সেখানকার আবহাওয়া ও জলবায়ুর পরিমাপ সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা। পরে সেসব বিশ্লেষণ করেই পাখির সংখ্যা, প্রজাতি সহ পাখিদের পছন্দের স্থান নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা।
advertisement
প্রতিবছর এলাকায় পাখিদের সংখ্যা বাড়ছে। বাড়ছে পরিযায়ী পাখিদের সংখ্যাও। চতুর্থ পাখি উৎসবে আরও বেশি সংখ্যায় পাখিদের দেখা মিলবে বলে আশাবাদী। এবার দুজন ইউরোপীয় পাখি প্রেমী এই উৎসবে অংশ নিচ্ছেন। ফলে সুন্দরবন পাখি উৎসব দেশের পাখি প্রেমীদের পাশাপাশি বিদেশের জনপ্রিয়তা পেয়েছে, সেটা স্পষ্ট। (তথ্য ও ছবি - সুমন সাহা)






