advertisement

Indian Railways: সুসংবাদ চলেই এল, ভারতীয় রেলের নতুন প্রকল্পে লাভবান হবেন বাঁকুড়া-পুরুলিয়ার লক্ষ লক্ষ মানুষ

Last Updated:
Indian Railways: নতুন রেললাইন অনুমোদনের খবরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। 
1/5
পুরুলিয়া: পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বাঁকুড়া (কালাবতী)-পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু করার সরকারি অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র প্রদান করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
পুরুলিয়া: পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বাঁকুড়া (কালাবতী)-পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু করার সরকারি অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র প্রদান করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
advertisement
2/5
রেলমন্ত্রীর দফতর থেকে পাঠানো একটি সরকারি চিঠিতে জানানো হয়েছে, প্রস্তাবিত বাঁকুড়া (কালাবতী)-পুরুলিয়া-হুড়া রুটে নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। ওই চিঠি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে পাঠানো হয়েছে, যা প্রকল্পটির সরকারি স্বীকৃতি ও অনুমোদনের বিষয়টি নিশ্চিত করছে।
রেলমন্ত্রীর দফতর থেকে পাঠানো একটি সরকারি চিঠিতে জানানো হয়েছে, প্রস্তাবিত বাঁকুড়া (কালাবতী)-পুরুলিয়া-হুড়া রুটে নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। ওই চিঠি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে পাঠানো হয়েছে, যা প্রকল্পটির সরকারি স্বীকৃতি ও অনুমোদনের বিষয়টি নিশ্চিত করছে।
advertisement
3/5
দীর্ঘদিন ধরেই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ এই রেললাইনের দাবিতে সরব ছিলেন। অবশেষে সেই দাবির বাস্তবায়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। নতুন এই রেলপথ চালু হলে পুরুলিয়া জেলার সঙ্গে বাঁকুড়া ও পার্শ্ববর্তী এলাকার রেল যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) বিকাশ কুমার জানান, “বাঁকুড়া (কালাবতী)-পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ শুরুর সরকারি অনুমোদন মিলেছে। এটি অত্যন্ত আনন্দের খবর।”
দীর্ঘদিন ধরেই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ এই রেললাইনের দাবিতে সরব ছিলেন। অবশেষে সেই দাবির বাস্তবায়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। নতুন এই রেলপথ চালু হলে পুরুলিয়া জেলার সঙ্গে বাঁকুড়া ও পার্শ্ববর্তী এলাকার রেল যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) বিকাশ কুমার জানান, “বাঁকুড়া (কালাবতী)-পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ শুরুর সরকারি অনুমোদন মিলেছে। এটি অত্যন্ত আনন্দের খবর।”
advertisement
4/5
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “পুরুলিয়া ও বাঁকুড়া জেলাবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর। এই নতুন রেলপথের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে রেল দফতর সেই দাবি পূরণ করল। এই লাইন চালু হলে সাধারণ যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই কৃষিপণ্য, শিল্পপণ্য পরিবহণ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।”
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “পুরুলিয়া ও বাঁকুড়া জেলাবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর। এই নতুন রেলপথের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে রেল দফতর সেই দাবি পূরণ করল। এই লাইন চালু হলে সাধারণ যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই কৃষিপণ্য, শিল্পপণ্য পরিবহণ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।”
advertisement
5/5
নতুন রেললাইন অনুমোদনের খবরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এখন সকলের নজর দ্রুত প্রকল্প বাস্তবায়নের দিকেই। Input- Shantanu Das
নতুন রেললাইন অনুমোদনের খবরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এখন সকলের নজর দ্রুত প্রকল্প বাস্তবায়নের দিকেই। Input- Shantanu Das
advertisement
advertisement
advertisement