advertisement

Howrah News: ভোগান্তির দিন শেষ, দুরন্ত গতিতে কাজ এগোচ্ছে সাঁতরাগাছি এলিভেটেড করিডোরের, যানজট থেকে মুক্তি

Last Updated:
Howrah News: সাঁতরাগাছি যানজট সমস্যার সমাধান শুধু মাত্র সময়ের অপেক্ষা, ছয় লেন এলিভেটেড করিডোর তৈরির কাজ চলছে দুরন্ত গতিতে।
1/6
ভোগান্তির দিন শেষ, দুরন্ত গতিতে কাজ এগোচ্ছে সাঁতরাগাছি ছয়লেন বিশিষ্ট এলিভেটেড করিডোরের কাজ! দীর্ঘ যানজট সমস্যার মুক্তি সাঁতরাগাছিতে। ছয় লেন করিডোর এর কাজ দুরন্ত গতিতে চলছে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
ভোগান্তির দিন শেষ, দুরন্ত গতিতে কাজ এগোচ্ছে সাঁতরাগাছি ছয়লেন বিশিষ্ট এলিভেটেড করিডোরের কাজ! দীর্ঘ যানজট সমস্যার মুক্তি সাঁতরাগাছিতে। ছয় লেন করিডোর এর কাজ দুরন্ত গতিতে চলছে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
হাওড়া-কলকাতার যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলী সেতু। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে গরফা হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক পৌঁছতে প্রতিদিন হাজারো ছোট-বড় যান যাতায়াত করে এই পথে।
হাওড়া-কলকাতার যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলী সেতু। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে গরফা হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক পৌঁছতে প্রতিদিন হাজারো ছোট-বড় যান যাতায়াত করে এই পথে।
advertisement
3/6
খুব সহজে কলকাতার সঙ্গে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্যে পৌঁছতে এই পথেই হয়ে পৌঁছন যায়। কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সাঁতরাগাছি যানজট। সেই সমস্যার মুক্তি ছয়লেন এলিভেটেড করিডোর। সেই কাজ এগোচ্ছে দুরন্ত গতিতে।
খুব সহজে কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্যে পৌঁছতে এই পথেই হয়ে পৌঁছানো যায়। কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সাঁতরাগাছি যানজট। সেই সমস্যার মুক্তি ছয়লেন এলিভেটেড করিডোর। সেই কাজ এগোচ্ছে দুরন্ত গতিতে।
advertisement
4/6
ছয় লেন করিডোর এর পিলার বা থাম তৈরি হয়ে তার উপর লোহার রেলিং প্রতিস্থাপন ইতি মধ্যে বহু স্থানে সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দ্বিতীয় হুগলি সেতুতে কাজ চলাকালীন এলিভেটেড করিডোরের বিভিন্ন কাজগুলি সম্পন্ন হচ্ছে।
ছয় লেন করিডোর এর পিলার বা থাম তৈরি হয়ে তার উপর লোহার রেলিং প্রতিস্থাপন ইতিমধ্যে বহু স্থানে সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দ্বিতীয় হুগলি সেতুতে কাজ চলাকালীন এলিভেটেড করিডোরের বিভিন্ন কাজগুলি সম্পন্ন হচ্ছে।
advertisement
5/6
এক পথ চলতি মানুষ জানান, সাঁতরাগাছি ওভার ব্রিজের কাজ সম্পন্ন হলে বহু মানুষ উপকৃত হবে। এতে যেমন হাওড়া জেলার মানুষ উপকৃত হবে, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ উপকৃত হবে। ওভার ব্রিজ তৈরির কাজে পথ চলতি মানুষের সাময়িক সমস্যা হলেও দুরন্ত গতিতে কাজ এগোনোর ফলে খুশি সকলে।
এক পথ চলতি মানুষ জানান, সাঁতরাগাছি ওভার ব্রিজের কাজ সম্পন্ন হলে বহু মানুষ উপকৃত হবে। এতে যেমন হাওড়া জেলার মানুষ উপকৃত হবে, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ উপকৃত হবে। ওভার ব্রিজ তৈরির কাজে পথ চলতি মানুষের সাময়িক সমস্যা হলেও দুরন্ত গতিতে কাজ এগোনোর ফলে খুশি সকলে।
advertisement
6/6
কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে গড়ফা খেজুরতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার ছয় লেনের এলিভেটেড করিডোর তৈরির কাজ চলছে দুরন্ত গতিতে। সাঁতরাগাছি পুরনো ব্রিজের পাশ দিয়ে নতুন ব্রিজ, সব মিলিয়ে আরও কম সময়ে কলকাতা থেকে হাওড়া ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছন। আর শুধু মাত্র সময়ের অপেক্ষা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে গড়ফা খেজুরতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার ছয় লেনের এলিভেটেড করিডোর তৈরির কাজ চলছে দুরন্ত গতিতে। সাঁতরাগাছি পুরনো ব্রিজের পাশ দিয়ে নতুন ব্রিজ, সব মিলিয়ে আরও কম সময়ে কলকাতা থেকে হাওড়া ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছন। আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement