Howrah News: কোলের শিশুদের জমাটি প্রতিযোগিতা! হাওড়ায় ২০ বছরের প্রাচীন 'বেবি শো', অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Baby Show: প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি।
advertisement
advertisement
গত ৩৫ বছর ধরে বাকুরদহ যুবক সমিতির পরিচালনায় শিশু উৎসব আয়োজিত হচ্ছে। স্কুল পড়ুয়াদের উৎসাহিত করতে কৃতী ছাত্রছাত্রীদের ও সমাজের জন্য কাজ করা ব্যক্তিদের উৎসাহ প্রদান করতে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানও হয়। এখানকার প্রতিযোগিতার মূল দিক, মহিলাদের উৎসাহ এবং শিশুদের উৎসাহিত করা। তার মধ্যে অন্যতম 'বেবি শো'।
advertisement
advertisement
advertisement
advertisement
এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় সাংস্কৃতিক চর্চা বাড়াতে যেমন উদ্যোগ নেওয়া হয়, তেমনই শিশুদের সুষ্ঠুভাবে লালনপালনের দিকটিতেও নজর দেওয়া হয়। এছাড়া গত বছর পরিবেশ রক্ষায় অংশগ্রহণকারী শিশুর পরিবারকে শিশুর নামে একটি করে চারাগাছও তুলে দেওয়া হয়েছিল। যে গাছ বেড়ে উঠে রক্ষা করবে পরিবেশ, জানান উদ্যোক্তা গৌতম বসু এবং শম্ভুনাথ বৈতালী (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)





