অন্যদিকে তাপমাত্রার পারদ আস্তে আস্তে বেড়েছে দক্ষিণবঙ্গে। একদিকে বৃষ্টির অভাব, অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধি - সব মিলিয়ে এমন শুষ্ক আবহাওয়া তৈরি হয়েছে। আর তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় পৌঁছে যায়, তখন শুরু হয় দাবদাহের দাপট, অর্থাৎ লু বা গরম হওয়া অনুভব করতে হয়। (প্রতিবেদন: Nayan Ghosh)
অন্যদিকে প্রখর তাপের জেরে বাতাসে জলকণার পরিমান কমে যাচ্ছে। যার ফলে এই শুষ্ক আবহাওয়া তৈরি হচ্ছে। বাতাসে আদ্রতা থাকলে ভ্যাপসা গরম অনুভূত হয়। ঘাম হয় প্রচুর পরিমাণে। কিন্তু যেহেতু এপ্রিলের মাসের আগামী কয়েক দিন আবহাওয়া একেবারে শুষ্ক থাকবে, সেজন্য ঘামের বদলে ত্বকে জ্বলন অনুভত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।(প্রতিবেদন: Nayan Ghosh)