বিখ্যাত বলি অভিনেতার স্ত্রী ইনি , বলুন তো কে ? চিনতে পারেননি সেলেব স্বামীও !

Last Updated:
1/6
•• বয়সটা মাত্র ২৪ বছর ৷ এর মধ্যেই দুই সন্তানের মা হয়ে গিয়েছেন তিনি ৷ বি-টাউনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত না থেকেও রয়েছেন তিনি লাইমলাইটে  ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
•• বয়সটা মাত্র ২৪ বছর ৷ এর মধ্যেই দুই সন্তানের মা হয়ে গিয়েছেন তিনি ৷ বি-টাউনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত না থেকেও রয়েছেন তিনি লাইমলাইটে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
•• তবে বি-টাউনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নন এ কথাটিও কিন্তু সেভাবে বলা যায় না ৷ কেননা ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে বিখ্যাত পরিচালক সঞ্জয়লীলা বনশালিও নাকি তাঁকে দিয়ে ছবিতে অভিনয় করানোর কথা ভাবছেন ৷ সম্প্রতি একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
•• তবে বি-টাউনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নন এ কথাটিও কিন্তু সেভাবে বলা যায় না ৷ কেননা ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে বিখ্যাত পরিচালক সঞ্জয়লীলা বনশালিও নাকি তাঁকে দিয়ে ছবিতে অভিনয় করানোর কথা ভাবছেন ৷ সম্প্রতি একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
 •• চিনতে পারলেন ঠিক কাকে নিয়ে কথা হচ্ছে ? আসুন আরও কিছু তথ্য দেওয়া যাক ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ আর সেই ছবিটি দেখে নাকি তাঁকে এক্কেবারে চিনতে পারেননি তাঁর সুপারস্টার স্বামী! ছবি-ইনস্টাগ্রাম ৷
•• চিনতে পারলেন ঠিক কাকে নিয়ে কথা হচ্ছে ? আসুন আরও কিছু তথ্য দেওয়া যাক ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ আর সেই ছবিটি দেখে নাকি তাঁকে এক্কেবারে চিনতে পারেননি তাঁর সুপারস্টার স্বামী! ছবি-ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
 •• এখনও বুঝতে পারলেন না ? আসুন আরও কিছু তথ্য দেওয়া যাক ৷ এঁনার স্বামী বলিউডের একজন ডাকসাইট অভিনেতা ৷ এবং তাঁর ঝুলিতে বেশ কিছু নামী ছবি রয়েছে ৷ অভিনয় ক্ষমতাও অসাধারণ তাঁর ৷ পাশাপাশি নাচেও সমান পটু তিনি ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
•• এখনও বুঝতে পারলেন না ? আসুন আরও কিছু তথ্য দেওয়া যাক ৷ এঁনার স্বামী বলিউডের একজন ডাকসাইট অভিনেতা ৷ এবং তাঁর ঝুলিতে বেশ কিছু নামী ছবি রয়েছে ৷ অভিনয় ক্ষমতাও অসাধারণ তাঁর ৷ পাশাপাশি নাচেও সমান পটু তিনি ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
•• একটা সময় তাঁর সঙ্গে করিনা কাপুর খান ও সদ্য বিবাহিত প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কও ছিল ৷  একদম ঠিক ধরেছেন শাহিদ কাপুরের কথাই বলা হচ্ছে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
•• একটা সময় তাঁর সঙ্গে করিনা কাপুর খান ও সদ্য বিবাহিত প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কও ছিল ৷ একদম ঠিক ধরেছেন শাহিদ কাপুরের কথাই বলা হচ্ছে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
•• আর ওই ছবিটি হল শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের ৷ টিনএজের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছিলেন তিনি ৷ তবে সেই ছবি দেখে নাকি মীরাকে চিনতে পারেননি স্বামী শাহিদ কাপুরও ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
•• আর ওই ছবিটি হল শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের ৷ টিনএজের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছিলেন তিনি ৷ তবে সেই ছবি দেখে নাকি মীরাকে চিনতে পারেননি স্বামী শাহিদ কাপুরও ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement