YouTube-এর বড় পদক্ষেপ! আগামী সপ্তাহেই বন্ধ হচ্ছে এই পেজ; এখনই জেনে নিন Google-এর পরবর্তী পরিকল্পনা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
YouTube ২১ জুলাই ২০২৫ থেকে তাদের 'ট্রেন্ডিং' পেজ বন্ধ করছে। আসছে ক্যাটাগরি-ভিত্তিক চার্ট, ব্যক্তিগতকৃত কন্টেন্ট এবং 'হাইপ' ফিচার। এর ফলে ব্যবহারকারী ও ক্রিয়েটরদের ভিডিও খোঁজার অভিজ্ঞতা আরও উন্নত হবে।
খুব শীঘ্রই এক বড়সড় পরিবর্তন আনতে চলেছে YouTube। যা এই প্ল্যাটফর্মে ভিডিও সার্চ করার পন্থাই বদলে দেবে। আসলে এই সিদ্ধান্তের ফলে আগামী ২১ জুলাই ২০২৫ তারিখ থেকে YouTube-এর Trending পেজ এবং Trending Now লিস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত এই ফিচারগুলি চালু হয়েছিল ২০১৫ সালে। বিগত ১০ বছরের ট্রেন্ডিং ভিডিও প্রদর্শনের জন্যই কাজ করে যাচ্ছিল এটি। কিন্তু YouTube-এর নতুন পরিকল্পনায় জায়গা করে নিতে পারেনি এই দুটি পেজ।
advertisement
এবার আসতে চলেছে Category-Specific Charts: এবার YouTube-এ আসতে চলেছে একটি নয়া ফিচার। আর সেটা হল ক্যাটাগরি-ভিত্তিক চার্ট। এর অর্থ হল, কোনও সিঙ্গেল বা একটা পেজে মিলবে না ট্রেন্ডিং ভিডিওগুলি। বরং সেগুলি আলাদা আলাদা ক্যাটাগরির আওতায় প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে বেশ কিছু স্পেশ্যাল ক্যাটাগরি। যথা: Trending Music Videos, Weekly Top Podcast Shows এবং Trending Movie Trailers।
advertisement
advertisement
অভিজ্ঞতা হবে আরও পার্সোনালাইজড: বর্তমানে ব্যবহারকারী যে কন্টেন্ট দেখবেন, সেটি নিজেদের পছন্দ অনুযায়ীই দেখতে পাবেন তিনি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, যদি কেউ গান শুনতে ভালবাসেন, তাহলে তিনি ট্রেন্ডিং মিউজিক ভিডিও আরও বেশি পরিমাণে দেখতে পাবেন। আবার কোনও ব্যবহারকারী যদি টেক ভিডিও দেখেন, তাহলে সেই সংক্রান্ত ভিডিওই তাঁর সামনে আসতে থাকবে। এতে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পাবেন।
advertisement
ক্রিয়েটরদের জন্য থাকবে Inspiration Tab: YouTube-এর কন্টেন্ট ক্রিয়েটররা ট্রেন্ডিং পেজ ব্যবহার করে নতুন ট্রেন্ডের বিষয়ে বুঝতে পারতেন। বর্তমানে YouTube Studio-তে গিয়ে Inspiration Tab ব্যবহার করে আগের মতোই নতুন ট্রেন্ড বুঝতে সক্ষম হবেন তাঁরা। এক্ষেত্রে তাঁরা ট্রেন্ডিং টপিক এবং কন্টেন্ট আইডিয়া সংক্রান্ত বিষয়ে জরুরি তথ্য পেয়ে যাবেন।
advertisement
advertisement
ব্যবহারকারীদের জন্য কী কী পরিবর্তন হবে? ট্রেন্ডিংয়ে কী চলছে, সেটা দেখার জন্য ব্যবহারকারীদের এবার থেকে Explore সেকশন অথবা আলাদা ক্যাটাগরিতে যেতে হবে। কিন্তু সবথেকে ভাল বিষয় হল যে, এখন প্রত্যেকে নিজেদের পছন্দসই ট্রেন্ডিং কন্টেন্ট দেখতে পাবেন। ফলে একই লিস্টে সব কিছুর সঙ্গে মিশে থাকা কন্টেন্ট আর তাঁদের দেখতে হবে না।