#Yearender2018: স্মার্টফোন রয়েছে, তবে হারিয়ে যাচ্ছে এসব !

Last Updated:
1/10
প্রত্যেক বছরেই স্মার্টফোন দুনিয়ায় নতুন ট্রেন্ড যোগ হয়। এর ফলে বাদ যায় একাধিক পুরনো ফিচার। যে সেগমেন্টে সবার আগে নতুন ফিচার এসে পুরনো ফিচারের জায়গা নেয় সেটি হল প্রিমিয়াম সেগমেন্ট। ২০১৮ সাল তার ব্যতিক্রম নয়। ২০১৮ সালে প্রিমিয়াম স্মার্টফোন থেকে বাদ গিয়েছে এই ফিচারগুলি। (Photo collected)
প্রত্যেক বছরেই স্মার্টফোন দুনিয়ায় নতুন ট্রেন্ড যোগ হয়। এর ফলে বাদ যায় একাধিক পুরনো ফিচার। যে সেগমেন্টে সবার আগে নতুন ফিচার এসে পুরনো ফিচারের জায়গা নেয় সেটি হল প্রিমিয়াম সেগমেন্ট। ২০১৮ সাল তার ব্যতিক্রম নয়। ২০১৮ সালে প্রিমিয়াম স্মার্টফোন থেকে বাদ গিয়েছে এই ফিচারগুলি। (Photo collected)
advertisement
2/10
২০১৮ সালে ৫ ইঞ্চি ডিসপ্লের একটিও প্রিমিয়াম ফোন বাজারে আসেনি। এই বছর যে কোন ফ্ল্যাগশিপের সবথেকে ছোট ডিসপ্লের মাপ ছিল ৬ ইঞ্চি। (Photo collected)
২০১৮ সালে ৫ ইঞ্চি ডিসপ্লের একটিও প্রিমিয়াম ফোন বাজারে আসেনি। এই বছর যে কোন ফ্ল্যাগশিপের সবথেকে ছোট ডিসপ্লের মাপ ছিল ৬ ইঞ্চি। (Photo collected)
advertisement
3/10
ডিসপ্লের সাইজ বড় হওয়ার কারনেই ফ্ল্যাগশিপে ফুল এইচ ডি ডিসপ্লের প্রয়োজন পড়েছে। এই কারনেই ফ্ল্যাগশিপ থেকে এইচ ডি ডিসপ্লে ব্যবহার বন্ধ হয়েছে। (Photo collected)
ডিসপ্লের সাইজ বড় হওয়ার কারনেই ফ্ল্যাগশিপে ফুল এইচ ডি ডিসপ্লের প্রয়োজন পড়েছে। এই কারনেই ফ্ল্যাগশিপ থেকে এইচ ডি ডিসপ্লে ব্যবহার বন্ধ হয়েছে। (Photo collected)
advertisement
4/10
২০১৮ সালে কোন ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের পাশে বেজেল দেখা যায়নি। তবে অনেক ফোনের ডিসপ্লের উপরে একটি নচ দেখা গিয়েছে এই বছর। (Photo collected)
২০১৮ সালে কোন ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের পাশে বেজেল দেখা যায়নি। তবে অনেক ফোনের ডিসপ্লের উপরে একটি নচ দেখা গিয়েছে এই বছর। (Photo collected)
advertisement
5/10
এই বছর ফ্ল্যাগশিপ সেগমেন্ট থেকে বিদায় নিয়েছে প্লাস্টিক/পলিকার্বোনেট ব্যাক প্যানেলের ব্যবহার। পরিবির্তে ব্যবহার শুরু হলেছে গ্লাস ব্যাক। (Photo collected)
এই বছর ফ্ল্যাগশিপ সেগমেন্ট থেকে বিদায় নিয়েছে প্লাস্টিক/পলিকার্বোনেট ব্যাক প্যানেলের ব্যবহার। পরিবির্তে ব্যবহার শুরু হলেছে গ্লাস ব্যাক। (Photo collected)
advertisement
6/10
এই বছর প্রায় সব ফ্ল্যাগশিপ ফোনের পিছনের দুটি বা তার বেশি ক্যামেরা ব্যবহার হয়েছে। তবে ব্যতিক্রম একমাত্র Pixel 3 সিরিজের ফোন দুটি। (Photo collected)
এই বছর প্রায় সব ফ্ল্যাগশিপ ফোনের পিছনের দুটি বা তার বেশি ক্যামেরা ব্যবহার হয়েছে। তবে ব্যতিক্রম একমাত্র Pixel 3 সিরিজের ফোন দুটি। (Photo collected)
advertisement
7/10
2018 সালে সব স্মার্টফোনেই ব্যবহার হয়েছে 3,000 mAh এর বেশি শক্তির ব্যাটারি।ব্যতিক্রম Pixel 3 সিরিজের ফোনগুলি। (Photo collected)
2018 সালে সব স্মার্টফোনেই ব্যবহার হয়েছে 3,000 mAh এর বেশি শক্তির ব্যাটারি।ব্যতিক্রম Pixel 3 সিরিজের ফোনগুলি। (Photo collected)
advertisement
8/10
আগে বেশিরভাগ ফোনে আলাদা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকলেও ২০১৮ সালে ডিসপ্লের নীচে পৌঁছে গিয়েছে এই বায়োমেট্রিক সেন্সার। (Photo collected)
আগে বেশিরভাগ ফোনে আলাদা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকলেও ২০১৮ সালে ডিসপ্লের নীচে পৌঁছে গিয়েছে এই বায়োমেট্রিক সেন্সার। (Photo collected)
advertisement
9/10
গত বছরে শুরু হয়েছিল ট্রেন্ড। ২০১৮ সালে প্রায় সব ফ্ল্যাগশিপ থেকেই বাদ গিয়েছে হেডফোন জ্যাক। (Photo collected)
গত বছরে শুরু হয়েছিল ট্রেন্ড। ২০১৮ সালে প্রায় সব ফ্ল্যাগশিপ থেকেই বাদ গিয়েছে হেডফোন জ্যাক। (Photo collected)
advertisement
10/10
বাজেট সেগমেন্টের সব ফোনেই এক্সপ্যান্ডেবেল মেমোরি ফিচার থাকলেও ফ্ল্যাগশিপ সেগমেন্ট থেকে বাদ গিয়েছে এই ফিচার। (Photo collected)
বাজেট সেগমেন্টের সব ফোনেই এক্সপ্যান্ডেবেল মেমোরি ফিচার থাকলেও ফ্ল্যাগশিপ সেগমেন্ট থেকে বাদ গিয়েছে এই ফিচার। (Photo collected)
advertisement
advertisement
advertisement