করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। আর এর ফলে বিক্রি বেড়ে গিয়েছে ওয়াইফাই নেটওয়ার্কের জিনিসপত্রের, যেমন - রাউটার, মোবাইল হটস্পট ডংগেল।