WhatsApp-এ স্ট্যাটাস আপডেট করা যাবে কম্প্যানিয়ন ডিভাইস থেকেও! শীঘ্রই সুবিধা পাবেন সকলে

Last Updated:
এবার আরও একটি সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা। WhatsApp তার বিটা টেস্টারদের ক্ষেত্রে একটি নতুন ফিচার পরীক্ষা করে দেখছে।
1/8
WhatsApp-এ আসছে একের পর এক পরিবর্তন। Meta-মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে ক্রমাগত আপডেট করা হচ্ছে ব্যবহারকারীদের সুবিধার জন্যই, দাবি করেছে সংস্থা। এবার আরও একটি সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।
WhatsApp-এ আসছে একের পর এক পরিবর্তন। Meta-মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে ক্রমাগত আপডেট করা হচ্ছে ব্যবহারকারীদের সুবিধার জন্যই, দাবি করেছে সংস্থা। এবার আরও একটি সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।
advertisement
2/8
WhatsApp তার বিটা টেস্টারদের ক্ষেত্রে একটি নতুন ফিচার পরীক্ষা করে দেখছে। এবার ‘কম্প্যানিয়ন ডিভাইস’ ব্যবহার করেও WhatsApp-এ স্ট্যাটাস আপডেট করে শেয়ার করা যাবে। WABetaInfo সম্প্রতি তেমনই জানিয়েছে।
WhatsApp তার বিটা টেস্টারদের ক্ষেত্রে একটি নতুন ফিচার পরীক্ষা করে দেখছে। এবার ‘কম্প্যানিয়ন ডিভাইস’ ব্যবহার করেও WhatsApp-এ স্ট্যাটাস আপডেট করে শেয়ার করা যাবে। WABetaInfo সম্প্রতি তেমনই জানিয়েছে।
advertisement
3/8
যদিও অনেকেই এখনও জানেন না, WhatsApp-এ ‘কম্প্যানিয়ন ডিভাইস’ ব্যবহার করা যায়। অর্থাৎ, একটি সেকেন্ডারি ডিভাইস লিঙ্ক করিয়ে নেওয়া যায় মূল অ্যাকাউন্টের সঙ্গে। সেক্ষেত্রে মূল ডিভাইসে সক্রিয় ইন্টারনেট সংযোগ না থাকলেও একাধিক মোবাইল ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি পাওয়া যায়।
যদিও অনেকেই এখনও জানেন না, WhatsApp-এ ‘কম্প্যানিয়ন ডিভাইস’ ব্যবহার করা যায়। অর্থাৎ, একটি সেকেন্ডারি ডিভাইস লিঙ্ক করিয়ে নেওয়া যায় মূল অ্যাকাউন্টের সঙ্গে। সেক্ষেত্রে মূল ডিভাইসে সক্রিয় ইন্টারনেট সংযোগ না থাকলেও একাধিক মোবাইল ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি পাওয়া যায়।
advertisement
4/8
তবে, মূল ডিভাইসে যেসমস্ত ফিচার পাওয়া যায়, ‘কম্প্যানিয়ন ডিভাইস’-এ সব সময় তা পাওয়া যায় না। বিশেষত এই দ্বিতীয় ডিভাইসটি থেকে এতদিন স্টেটাস আপডেট করা যেত না— না পোস্ট করা যেত; না এডিট।
তবে, মূল ডিভাইসে যেসমস্ত ফিচার পাওয়া যায়, ‘কম্প্যানিয়ন ডিভাইস’-এ সব সময় তা পাওয়া যায় না। বিশেষত এই দ্বিতীয় ডিভাইসটি থেকে এতদিন স্টেটাস আপডেট করা যেত না— না পোস্ট করা যেত; না এডিট।
advertisement
5/8
কিন্তু এবার থেকে সেটাও করা যাবে। তার জন্য WhatsApp Android বিটা সংস্করণ 2.24.1.4 আপডেট করতে হবে। ইতিমধ্যেই এই ফিচার রোলআউট শুরু করেছে WhatsApp।
কিন্তু এবার থেকে সেটাও করা যাবে। তার জন্য WhatsApp Android বিটা সংস্করণ 2.24.1.4 আপডেট করতে হবে। ইতিমধ্যেই এই ফিচার রোলআউট শুরু করেছে WhatsApp।
advertisement
6/8
অর্থাৎ, এবার থেকে GIF বা ছবি অথবা ভিডিও— স্ট্যাটাস আপডেট হিসেবে সমস্ত কিছুই পোস্ট করা যাবে সেকেন্ডারি কম্প্যানিয়ন ডিভাইসে। আসলে ব্যবহারকারী যাতে তাঁর সমস্ত ডিভাইসে প্রায় একই রকম সুবিধা পান, ধারাবাহিক ভাবে, তা-ই নিশ্চিত করতে চাইছে এই আপডেট।
অর্থাৎ, এবার থেকে GIF বা ছবি অথবা ভিডিও— স্ট্যাটাস আপডেট হিসেবে সমস্ত কিছুই পোস্ট করা যাবে সেকেন্ডারি কম্প্যানিয়ন ডিভাইসে। আসলে ব্যবহারকারী যাতে তাঁর সমস্ত ডিভাইসে প্রায় একই রকম সুবিধা পান, ধারাবাহিক ভাবে, তা-ই নিশ্চিত করতে চাইছে এই আপডেট।
advertisement
7/8
রিপোর্ট বলছে, এই আপডেটটি বর্তমানে শুধুমাত্র 2.24.1.4 সংস্করণে থাকা অ্যাপের কিছু বিটা টেস্টাররা ব্যবহার করতে পারছেন। এজন্য Google Play Store থেকে ওই সংস্করণ আপডেট করিয়ে নেওয়া যেতে পারে।
রিপোর্ট বলছে, এই আপডেটটি বর্তমানে শুধুমাত্র 2.24.1.4 সংস্করণে থাকা অ্যাপের কিছু বিটা টেস্টাররা ব্যবহার করতে পারছেন। এজন্য Google Play Store থেকে ওই সংস্করণ আপডেট করিয়ে নেওয়া যেতে পারে।
advertisement
8/8
এছাড়াও WhatsApp, আরও কিছু ফিচার আনছে। যেমন সম্প্রতি তারা চ্যাট পিন করার ক্ষমতা দিয়েছে ব্যবহারকারীদের। আগেই কোনও কনট্যাক্ট পিন করে রাখা যেত মূল ফিডে। এবার সরাসরি চ্যাটও পিন করা যাবে।
এছাড়াও WhatsApp, আরও কিছু ফিচার আনছে। যেমন সম্প্রতি তারা চ্যাট পিন করার ক্ষমতা দিয়েছে ব্যবহারকারীদের। আগেই কোনও কনট্যাক্ট পিন করে রাখা যেত মূল ফিডে। এবার সরাসরি চ্যাটও পিন করা যাবে।
advertisement
advertisement
advertisement