যে কোনও ছবিকে স্টিকারে বদলে দেবে WhatsApp, জানুন কী করতে হবে

Last Updated:
দেখে নেওয়া যাক কোনও ছবিকে স্টিকারে রূপান্তরিত করতে হলে উইন্ডোজে ইউজারদের ঠিক কী করতে হবে।
1/7
iOS ব্যবহারকারীদের এই ফিচার আগেই হাতের কাছে এগিয়ে দিয়েছিল WhatsApp। এবার, সেই একই ফিচারের ফায়দা তুলতে পারবেন উইন্ডোজ ব্যবহারকারীরা।
iOS ব্যবহারকারীদের এই ফিচার আগেই হাতের কাছে এগিয়ে দিয়েছিল WhatsApp। এবার, সেই একই ফিচারের ফায়দা তুলতে পারবেন উইন্ডোজ ব্যবহারকারীরা।
advertisement
2/7
WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp (Beta) সংস্করণ 2.2403.3.0-এর নতুন আপডেট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্টিকার কনভার্টার টুল নামের নতুন এক ফিচার চালু করেছে। নতুন ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবিগুলিকে স্টিকারে রূপান্তরিত করতে দেয়।
WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp (Beta) সংস্করণ 2.2403.3.0-এর নতুন আপডেট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্টিকার কনভার্টার টুল নামের নতুন এক ফিচার চালু করেছে। নতুন ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবিগুলিকে স্টিকারে রূপান্তরিত করতে দেয়।
advertisement
3/7
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যাঁরা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত Windows আপডেটের জন্য সর্বশেষ WhatsApp ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য, আপডেটটি আগামী দিনে Microsoft স্টোরে চালু করা হবে। বলাই বাহুল্য, এই ফিচার সরাসরি Windows অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ইউজারের সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যাঁরা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত Windows আপডেটের জন্য সর্বশেষ WhatsApp ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য, আপডেটটি আগামী দিনে Microsoft স্টোরে চালু করা হবে। বলাই বাহুল্য, এই ফিচার সরাসরি Windows অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ইউজারের সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।
advertisement
4/7
দেখে নেওয়া যাক কোনও ছবিকে স্টিকারে রূপান্তরিত করতে হলে উইন্ডোজে ইউজারদের ঠিক কী করতে হবে।
দেখে নেওয়া যাক কোনও ছবিকে স্টিকারে রূপান্তরিত করতে হলে উইন্ডোজে ইউজারদের ঠিক কী করতে হবে।
advertisement
5/7
- সবার প্রথমে যেতে হবে স্টিকার ট্রে-তে।- বড় “+” চিহ্নে ক্লিক করতে হবে যা আরও স্টিকার খুঁজতে ব্যবহৃত হয়।
- “Create Sticker” পপ আপ আসবে।
- “Use a photo” অথবা “Generate with AI” অপশনের মধ্যে থেকে যে কোনও একটা বেছে নিতে হবে।
- একবার তৈরি হয়ে গেলে, কাস্টম স্টিকারটি ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে সেভ হয়ে যাবে।
- সবার প্রথমে যেতে হবে স্টিকার ট্রে-তে।- বড় “+” চিহ্নে ক্লিক করতে হবে যা আরও স্টিকার খুঁজতে ব্যবহৃত হয়। - “Create Sticker” পপ আপ আসবে। - “Use a photo” অথবা “Generate with AI” অপশনের মধ্যে থেকে যে কোনও একটা বেছে নিতে হবে। - একবার তৈরি হয়ে গেলে, কাস্টম স্টিকারটি ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে সেভ হয়ে যাবে।
advertisement
6/7
এই ফিচার আনার খবর সুসংবাদ হলেও সংস্থার এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনেক ইউজারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। WhatsApp ব্যাকআপ - যার মধ্যে চ্যাট হিস্টরি, ছবি এবং ভিডিও রয়েছে তা এখন সেই ব্যবহারকারীদের জিড্রাইভ স্টোরেজের সঙ্গেই গণনা করা হবে। এতে বিনামূল্যের WhatsApp ব্যবহারকারীরাও যেমন থাকবেন, তেমনই পেইড অ্যাপটি যাঁরা ব্যবহার করেন তাঁরাও রয়েছেন।
এই ফিচার আনার খবর সুসংবাদ হলেও সংস্থার এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনেক ইউজারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। WhatsApp ব্যাকআপ - যার মধ্যে চ্যাট হিস্টরি, ছবি এবং ভিডিও রয়েছে তা এখন সেই ব্যবহারকারীদের জিড্রাইভ স্টোরেজের সঙ্গেই গণনা করা হবে। এতে বিনামূল্যের WhatsApp ব্যবহারকারীরাও যেমন থাকবেন, তেমনই পেইড অ্যাপটি যাঁরা ব্যবহার করেন তাঁরাও রয়েছেন।
advertisement
7/7
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে, এই স্টোরেজ পরিবর্তনের বিষয়টি ২০২৪ সালের প্রথমার্ধে অ্যান্ড্রয়েডে সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। কোম্পানি জানিয়েছে যে, তারা অন্তত ৩০ দিন আগে থেকে এই বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করে দেবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অ্যাপের 'চ্যাট' সেটিংস বিভাগে 'চ্যাট ব্যাকআপ'-এ এই বিষয়ে একটি ব্যানার দেওয়া থাকবে।
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে, এই স্টোরেজ পরিবর্তনের বিষয়টি ২০২৪ সালের প্রথমার্ধে অ্যান্ড্রয়েডে সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। কোম্পানি জানিয়েছে যে, তারা অন্তত ৩০ দিন আগে থেকে এই বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করে দেবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অ্যাপের 'চ্যাট' সেটিংস বিভাগে 'চ্যাট ব্যাকআপ'-এ এই বিষয়ে একটি ব্যানার দেওয়া থাকবে।
advertisement
advertisement
advertisement