রাত পোহালেই কালীপুজো ও দীপাবলি। শক্তির আরাধনায় মেতে বাংলা। সহস্র প্রদীপ জ্বেলে দেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন দীপাবলি উৎসব ও শ্যামাপূজা। অনান্য বছরের মতো এবছর সবার বাড়ি গিয়ে গিয়ে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানানো যাবে না। তাই এবছর একে অপরকে শুভেচ্ছা পাঠান হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক।