WhatsApp: WhatsApp-এ এবার স্টিকার সাজেশন, কীভাবে মজার বড় স্টিকার পাঠাবেন জেনে নিন এক ঝলকে!
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি।
বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এর অসংখ্য ইউজার। এই সকল ইউজারদের জন্য WhatsApp লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। সম্প্রতি WhatsApp তাদের ইউজারদের জন্য চালু করেছে আরও একটি নতুন ফিচার। WhatsApp তাদের ইউজারদের নতুন অভিজ্ঞতা প্রদান করার জন্য নতুন নতুন ফিচার চালু করে চলেছে।
advertisement
মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp আরও একটি নতুন ফিচারের ঘোষণা করেছে। এখন আইফোন ইউজারদের জন্য WhatsApp-এর চ্যাটিংয়ের মজা দ্বিগুণ হতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইফোনের জন্য 'স্টিকার সাজেশন' নামে একটি নতুন ফিচার চালু করেছে WhatsApp। এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
advertisement
WABetaInfo নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। এই নতুন ফিচার যুক্ত হওয়ার পরে ইউজাররা WhatsApp-এর কি-বোর্ডের উপরে একটি নতুন স্টিকার ট্রে পাবেন। এই ট্রে চ্যাট বারে ইমোজির সঙ্গে যুক্ত সমস্ত স্টিকার প্রদর্শন করবে। এই ফিচার এসে যাওয়ার ফলে ইউজারদের আর আলাদা করে বিভিন্ন স্টিকার প্যাকের মধ্যে থেকে নিজেদের পছন্দের স্টিকার অনুসন্ধান করতে হবে না।
advertisement
advertisement