৭৪ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করেছে WhatsApp ! আপনার অ্যাকাউন্ট রয়েছে লিস্টে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী এই নতুন আইটি নিয়ম ২০২১ ?
নয়া আইটি নিয়ম-২০২১ (New IT Rules 2021) এর পর সমস্ত বড় সোশ্যাল মিডিয়া সংস্থাকে প্রতি মাসে রিপোর্ট জারি করতে হয় ৷ নিয়ম অনুযায়ী, মেটার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) অগাস্ট মাসের রিপোর্ট জারি করেছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ভারতে রেকর্ড সংখ্যাক ব্যাড অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ৷ জানা গিয়েছে প্রায় ৭৪ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
নয়া আইটি নিয়ম ২০২১ অনুযায়ী, ৫০ লক্ষের বেশি ইউজার বেস থাকা সোশ্যাল মিডিয়া সংস্থাকে প্রতি মাসে ডিটেল রিপোর্ট শেয়ার করতে হবে ৷ রিপোর্টে জানাতে হবে ব্যবহারকারীদের থেকে পাওয়া অভিযোগের উপরে কী তদন্ত করা হয়েছে এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ বর্তমানে দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ কোটি ৷