ভারত সরকার চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে ৷ যাতে শেয়ারইট(SHAREIT), হেলো (Helo), টিকটক (Tiktok)-র মতো জনপ্রিয় অ্যাপ রয়েছে ৷ এখন বড় প্রশ্ন যে, যাঁদের ফোনে এই অ্যাপগুলি ইতিমধ্যই রয়েছে তাঁরা কী এটি ব্যবহার করতে পারবেন ৷ টিকটকের মতো অ্যাপ বেশ কিছু মোবাইলে প্রথম থেকেই ইনস্টল হয়ে থাকে তাদের ফোনে কী টিকটক কাজ করবে উঠছে এই প্রশ্নও৷ Photo- News 18 Creative