Wall To Refrigerator Distance: দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? এক ভুলেই ইলেকট্রিক বিল বাড়ছে হুহু করে! ৯৯ শতাংশ মানুষ'ই জানেন না 'আসল' কাজ

Last Updated:
Wall To Refrigerator Distance: ফ্রিজ কখনই খুব বেশি দেওয়াল ঘেঁষে রাখা উচিত নয়। নির্মাতারা যেভাবে ফ্রিজ বানিয়ে থাকেন, সেটাই তার প্রধান কারণ।
1/6
কিছু কিছু এমন জিনিস থাকে, যা না হলেও চলে না, আবার ঘরে নিয়ে আসার পরে সমস্যায় পড়ে যেতে হয়। আসলে, আধুনিক ফ্ল্যাটগুলো বেশিরভাগই ছোট হয়, তাতে ফেলে-ছড়িয়ে নষ্ট করার মতো জায়গা খুব একটা থাকে না। সুবিশাল ফ্ল্যাট যে হয় না, তা নয়, কিন্তু তা সাধারণ মধ্যবিত্ত নাগরিকের ক্রয়ক্ষমতার বাইরে!
কিছু কিছু এমন জিনিস থাকে, যা না হলেও চলে না, আবার ঘরে নিয়ে আসার পরে সমস্যায় পড়ে যেতে হয়। আসলে, আধুনিক ফ্ল্যাটগুলো বেশিরভাগই ছোট হয়, তাতে ফেলে-ছড়িয়ে নষ্ট করার মতো জায়গা খুব একটা থাকে না। সুবিশাল ফ্ল্যাট যে হয় না, তা নয়, কিন্তু তা সাধারণ মধ্যবিত্ত নাগরিকের ক্রয়ক্ষমতার বাইরে!
advertisement
2/6
ফলে, টিভি এখন বেশিরভাগ বাড়িতেই দেওয়ালে লাগানো হয়ে থাকে। ইন্টারনেটের রাউটার কোথায় রাখা হবে, তা নিয়েও সমস্যায় পড়ে যেতে হয়। ওয়ার্ক ফ্রম হোমের যুগের ল্যাপটপ সবার কাছে থাকলেও ওয়ার্ক ডেস্ক সব বাড়িতে থাকে না। এর মধ্যে এবার যদি ফ্রিজের জায়গা করতে হয়, তা নিয়ে ঠেসাঠেসি হবেই! সেই জন্যে বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ দেওয়ালের খুব কাছ ঘেঁষে রাখা হয়, যাতে যাতায়াত করার জায়গা বেঁচে থাকে।
ফলে, টিভি এখন বেশিরভাগ বাড়িতেই দেওয়ালে লাগানো হয়ে থাকে। ইন্টারনেটের রাউটার কোথায় রাখা হবে, তা নিয়েও সমস্যায় পড়ে যেতে হয়। ওয়ার্ক ফ্রম হোমের যুগের ল্যাপটপ সবার কাছে থাকলেও ওয়ার্ক ডেস্ক সব বাড়িতে থাকে না। এর মধ্যে এবার যদি ফ্রিজের জায়গা করতে হয়, তা নিয়ে ঠেসাঠেসি হবেই! সেই জন্যে বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ দেওয়ালের খুব কাছ ঘেঁষে রাখা হয়, যাতে যাতায়াত করার জায়গা বেঁচে থাকে।
advertisement
3/6
আর এখান থেকেই তৈরি হয় সমস্যা। ফ্রিজ কখনই খুব বেশি দেওয়াল ঘেঁষে রাখা উচিত নয়। নির্মাতারা যেভাবে ফ্রিজ বানিয়ে থাকেন, সেটাই তার প্রধান কারণ। বিষয়টা ব্যাখ্যা করেই বলা যাক। যদি প্রশ্ন করা হয় যে ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কী, সবাই একবাক্যে কয়েলের কথাই বলবেন।
আর এখান থেকেই তৈরি হয় সমস্যা। ফ্রিজ কখনই খুব বেশি দেওয়াল ঘেঁষে রাখা উচিত নয়। নির্মাতারা যেভাবে ফ্রিজ বানিয়ে থাকেন, সেটাই তার প্রধান কারণ। বিষয়টা ব্যাখ্যা করেই বলা যাক। যদি প্রশ্ন করা হয় যে ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কী, সবাই একবাক্যে কয়েলের কথাই বলবেন।
advertisement
4/6
ফ্রিজের কনডেন্সার কয়েলগুলো ডিভাইসের বাইরের তাপ অপসারণের জন্য তৈরি করা হয় যাতে ভেতরের অংশ ঠান্ডা থাকে। আগে ফ্রিজের কয়েল পিছন দিকে থাকত, এখন তা বেসে স্থানান্তরিত হয়েছে, তবে দুই রকমেরই মডেল এখনও বাজারে পাওয়া যায়, ঘরে ঘরে ব্যবহৃতও হচ্ছে। আবার, নীচে থাকলে কয়েলগুলো আরও ঠান্ডা হতে পারে। কয়েল নীচে থাকলে ফ্রিজ দেওয়ালের অনেকটা কাছ ঘেঁষে রাখা যেতে পারে!
ফ্রিজের কনডেন্সার কয়েলগুলো ডিভাইসের বাইরের তাপ অপসারণের জন্য তৈরি করা হয় যাতে ভেতরের অংশ ঠান্ডা থাকে। আগে ফ্রিজের কয়েল পিছন দিকে থাকত, এখন তা বেসে স্থানান্তরিত হয়েছে, তবে দুই রকমেরই মডেল এখনও বাজারে পাওয়া যায়, ঘরে ঘরে ব্যবহৃতও হচ্ছে। আবার, নীচে থাকলে কয়েলগুলো আরও ঠান্ডা হতে পারে। কয়েল নীচে থাকলে ফ্রিজ দেওয়ালের অনেকটা কাছ ঘেঁষে রাখা যেতে পারে!
advertisement
5/6
কিন্তু সেই সুবিধা তো সব মডেলে পাওয়া যাবে না। তাই মডেল অনুসারে দেওয়াল আর ফ্রিজের ফাঁক ঠিক করতে হবে। কয়েল যদি পিছনে থাকে তাহলে দেওয়াল আর ফ্রিজের মধ্যে খুব কম করে হলেও দুই ইঞ্চি জায়গা ছাড়া দরকার। উপরে থাকলেও কমপক্ষে দুই ইঞ্চি ফাঁক থাকতে হবে। নীচে কয়েল থাকলে এক ইঞ্চি ফাঁকই যথেষ্ট। আর কয়েল পাশে থাকলে স্রেফ আধ ইঞ্চিতেই কাজ চলে যাবে।
কিন্তু সেই সুবিধা তো সব মডেলে পাওয়া যাবে না। তাই মডেল অনুসারে দেওয়াল আর ফ্রিজের ফাঁক ঠিক করতে হবে। কয়েল যদি পিছনে থাকে তাহলে দেওয়াল আর ফ্রিজের মধ্যে খুব কম করে হলেও দুই ইঞ্চি জায়গা ছাড়া দরকার। উপরে থাকলেও কমপক্ষে দুই ইঞ্চি ফাঁক থাকতে হবে। নীচে কয়েল থাকলে এক ইঞ্চি ফাঁকই যথেষ্ট। আর কয়েল পাশে থাকলে স্রেফ আধ ইঞ্চিতেই কাজ চলে যাবে।
advertisement
6/6
আসলে, কয়েল যাতে ঠিকভাবে কাজ করতে পারে, তা যাতে পুড়ে না যায়, ফ্রিজ যাতে ঠিক থাকে, সেই জন্য এর চারপাশে বায়ু চলাচলের জায়গা ছাড়া প্রয়োজন। ফলে, খুব বেশি দেওয়াল ঘেঁষে ফ্রিজ রাখা উচিত নয়।
আসলে, কয়েল যাতে ঠিকভাবে কাজ করতে পারে, তা যাতে পুড়ে না যায়, ফ্রিজ যাতে ঠিক থাকে, সেই জন্য এর চারপাশে বায়ু চলাচলের জায়গা ছাড়া প্রয়োজন। ফলে, খুব বেশি দেওয়াল ঘেঁষে ফ্রিজ রাখা উচিত নয়।
advertisement
advertisement
advertisement