UPI Payment: UPI ব্যবহার করেন? ১৬ জুন থেকে লেনদেনে বড় বদল, নতুন কী নিয়ম আসছে ? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
UPI Payment: National Payments Corporation of India (NPCI)-র তরফে Unified Payments Interface (UPI) সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। যা কার্যকর হতে চলেছে আগামী ১৬ জুন ২০২৫ তারিখ থেকে।
যাঁরা ইউপিআই ব্যবহার করে আর্থিক লেনদেনে অভ্যস্ত, তাঁদের জন্য বড় খবর। আগামী ১৬ জুন ২০২৫ তারিখ থেকে ইউপিআই-এর আরও ভাল পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। কারণ National Payments Corporation of India (NPCI)-র তরফে Unified Payments Interface (UPI) সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। যা কার্যকর হতে চলেছে আগামী ১৬ জুন ২০২৫ তারিখ থেকে।
advertisement
এই আপডেটের কারণে UPI ট্র্যানজ্যাকশন বা লেনদেনে অনেকটাই কম সময় লাগবে। অর্থাৎ ট্র্যানজ্যাকশন হতে চলেছে দ্রুত। আসলে ট্র্যানজ্যাকশনের স্টেটাস চেক করা এবং আনডু অথবা পেমেন্ট না করার রেসপন্স টাইম আগে ছিল ৩০ সেকেন্ড। এবার সেই সময় কমিয়ে মাত্র ১০ সেকেন্ডে নামিয়ে আনা হবে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে UPI-এর মাধ্যমে টাকা পাঠানো এবং টাকা গ্রহণ করার প্রক্রিয়া ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত এবং কার্যকর হয়ে উঠবে।
advertisement
গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে NPCI-এর তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই আপডেটের আভাস মিলেছিল। বিশদে বলা হয়েছিল যে, শুধু ট্র্যানজ্যাকশনের স্টেটাস এবং রিভার্সাল নয়, এর পাশাপাশি টাকা পাঠানো এবং গ্রহণ করার রেসপন্স টাইম ৩০ সেকেন্ড থেকে কমিয়ে ১০ সেকেন্ড করা হবে। সেই সঙ্গে কোনও অ্যাড্রেস ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় সময় ১৫ সেকেন্ড থেকে ১০ সেকেন্ডে নামিয়ে আনা হবে। আসলে এই আপডেটের মাধ্যমে UPI লেনদেনকারীদের অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করছে NPCI।
advertisement
NPCI কেন এহেন পদক্ষেপ গ্রহণ করল? চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসে একাধিক বার ডাউন হয়ে গিয়েছিল UPI। যার জেরে লক্ষ লক্ষ UPI ব্যবহারকারীকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আর NPCI-এর এই পরিবর্তন এপ্রিলের এই ঘটনার পরেই প্রকাশ্যে এসেছিল। যদিও UPI ব্যবহারকারীরা এই প্রথম বারের জন্য প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলেন না।
advertisement
এর আগেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের উদ্বেগও প্রকাশ করতে দেখা গিয়েছিল ব্যবহারকারীদের। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত উদ্বেগকে মাথায় রেখে NPCI স্বীকার করে নিয়েছে যে, NPCI বর্তমানে ইন্টারমিটেন্ট টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হয়েছে। যা আংশিক ভাবে UPI ট্র্যানজ্যাকশনের হার কমিয়ে দিচ্ছে। তাই এই সমস্যার সমাধান করার জন্য কাজ করছে তারা। ব্যবহারকারীদের এই সংক্রান্ত বিষয়ে সময়ে সময়ে আপডেটও দেওয়া হবে।
