হোম » ছবি » প্রযুক্তি » ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!

Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!

  • 17

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!

    জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারের দায়িত্ব এলন মাস্কের হাতে আসার পর থেকেই একের পর এক ঘটনায় ইউজাররা সচকিত। একটার পর একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে।

    MORE
    GALLERIES

  • 27

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!

    বদলে ফেলা হয়েছে বিভিন্ন ধরনের নিয়ম এবং ফিচার। সম্প্রতি সেই ধারাবাহিকতায়, এলন মাস্ক তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে আরও কিছু আসন্ন ফিচার সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। খুব শীঘ্রই ট্যুইটারে এনক্রিপ্ট করা মেসেজ এবং কলের ফিচার দেখা যাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার ব্যবহার করে ইউজাররা মেসেজ, ভয়েস কল এবং ভিডিও কল করতে পারবেন। এই খবর সামনে আসার পর থেকেই এই নিয়ে তীব্র উৎসাহ দেখা গিয়েছে ট্যুইটারের ইউজারদের মধ্যে।

    MORE
    GALLERIES

  • 37

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!

    এলন মাস্ক তাঁর ট্যুইটে জানিয়েছেন যে, খুব শীঘ্রই ভয়েস এবং ভিডিও কলের ফিচারটি চালু করা হবে, যাতে ইউজাররা তাঁদের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই প্ল্যাটফর্মে যে কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। ট্যুইটার ইউজাররা তাঁদের নম্বর না দিয়েও বিশ্বজুড়ে যে কারও সঙ্গে কথা বলার সুবিধা পাবেন নতুন এই ফিচারের মাধ্যমে।

    MORE
    GALLERIES

  • 47

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!


    এছাড়াও এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন যে, অ্যাপের সর্বশেষ সংস্করণের সঙ্গে ইউজাররা যে কোনও বার্তার উত্তর ডিএম করতেও সক্ষম হবেন। এছাড়াও, ট্যুইটারের ইউজাররা যে কোনও ইমোজি দিয়ে কোনও পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

    MORE
    GALLERIES

  • 57

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!


    বিগত বছর, মাস্ক ট্যুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপের পরিকল্পনার কথা বলেছিলেন। এতে মাস্ক জানিয়েছিলেন যে, এনক্রিপ্টেড ডায়রেক্ট মেসেজ (ডিএম), লং ফর্ম ট্যুইট এবং পেমেন্টের মতো ফিচার ট্যুইটারে পাওয়া যাবে।

    MORE
    GALLERIES

  • 67

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!


    কল ফিচার চালু হওয়ার পর ট্যুইটার মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো হয়ে যাবে। এগুলোর মধ্যেও একই ফিচার পাওয়া যায়। এই মুহুর্তে এটি পরিষ্কার নয়, যে কলগুলিও এনক্রিপ্ট করা হবে কি না।

    MORE
    GALLERIES

  • 77

    Twitter: ট্যুইটারেও এবার ভয়েস এবং ভিডিও কল করা যাবে! হবে আরও বদল, জানালেন খোদ এলন মাস্ক!


    এই সপ্তাহে ট্যুইটার তার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এই প্রক্রিয়ায়, বহু বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলি সংরক্ষণাগারভুক্ত এবং ডিলিট করা হচ্ছে। সব মিলিয়ে বলাই যায় যে ট্যুইটারের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

    MORE
    GALLERIES