শীত পার হয়ে আস্তে আস্তে এবার গ্রীষ্ম আসতে চলেছে ৷ এখন থেকেই মানুষ ঘর্মাক্ত কলেবর হয়ে পড়ছেন ঘাম ঝরছে ৷ শীতকালে বিদ্যুতের বিল কম আসে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
গ্রীষ্মকালে বিল কম আসে ৷ কেননা গরমকালে ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিনের ব্যবহার বেশি পরিমাণে হয়ে থাকে ৷ যার ফলে বেশি পরিমাণে বিদ্যুতের বিল আসে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
এর ফলে চাপ পড়তে থাকে পকেটে ৷ বেশ কিছু টিপস আছে সেটি ফলো করলেই বিদ্যুতের বিল ৫০ শতাংশ পর্যন্ত কম আসবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
শুধু একটু সতর্ক থাকতে হবে, কৃপণের মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
ভারত সরকারের সোলার প্যানেল বা সৌরশক্তির প্যানেল ৷ মাসে ৩০ দিনই সূর্যের আলো পাওয়া যায় তাই বাড়ির ছাদেই এই সৌরশক্তির প্যানেল বসালেই কেল্লাফতে ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
এটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ৷ এটির ফলে বিদ্যুতের বিল কম হতে পারে ৷ অনলাইন রিসার্চ করলে বাড়ির বা ঘরের অবস্থান অনুযায়ী বসানো যেতে পারে সৌরশক্তির প্যানেল ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
এলইডি লাইট ব্যবহার করলে কম বিদ্যুৎ খরচ হবে একই সঙ্গে আলোর বিচ্ছুরণও বেশি পাওয়া সম্ভব ৷ সমস্ত অ্যাপলাইয়েন্সও ফাইভ স্টার রেটিং-এর নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
এতে বিদ্যুতের খরচ কমবে ৷ বাল্ব ও টিউবের থেকে সিএফএলে বিদ্যুতের খরচ বেশি হয়ে থাকে ৷ যেই ঘরে আলোর প্রয়োজন নেই সেই ঘরের সমস্ত বাতি নিভিয়ে রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
ইপারেড সেন্সর, মোশন সেন্সর ও ডিমারের ব্যবহার করতে হবে ৷ গ্রীষ্মকালে সাধারণত সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের ব্যবহার হয়ে থাকে ৷ ৩০ পয়সা প্রতি ঘণ্টায় বিদ্যুত খরচ হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
এসি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ১০ টাকা করে বিদ্যুতের জন্য খরচ হবে ৷ এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য ২৫ ডিগ্রিতে সেভ করতে হবে ৷ এতে কমবে বিদ্যুতের খরচ ৷ একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে ঘরে এসি চলছে সেই ঘরের দরজা বন্ধ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
ফ্রিজের উপরে কখনই মাক্রোওভেন একদমই রাখার দরকার নেই ৷ এতে বিদ্যুতের খরচ বেশি হবে ৷ ফ্রিজকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
এমনকী গরম খাবার ফ্রিজে না রাখাই ভাল, খাবার ঠান্ডা করেই ফ্রিজে রাখা উচিৎ ৷ কম্পিউটার ও টিভি বন্ধ করার পরে পাওয়ারও বন্ধ করে দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
ফোন চার্জ দেওয়ার পরে প্লাগ পয়েন্ট থেকে বের করে ফেলা উচিৎ ৷ প্লাগে রাখলে বিদ্যুতের খরচ একটু বেশি হবে ৷ প্রতীকী ছবি ৷