গরম পড়ে গিয়েছে। ঘরে ঘরে ঘুরতে শুরু করেছে পাখা। অনেকের বাড়িতে চলতেও শুরু করেছে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র এসি।
2/ 8
কিন্তু গোটা শীতকালটা বন্ধ রাখার পর প্রথমবার এসি চালু করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নাহলে ক্ষতি হতে পারে যন্ত্রের। কমে যেতে পারে তার আয়ুষ্কাল। এমনকী বিস্ফোরণও ঘটতে পারে। তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসি।
3/ 8
আসলে গরমের সময় অনেকেই সারাদিন এসি ব্যবহার করেন। তাই এসময় এসি-র রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। এই গরমে এসি চালানোর আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি—
4/ 8
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসি মেশিনে ধুলো তো পড়েছেই। এবার তা ফের চালু করার আগে একবার ভাল করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া দরকার। মেশিনে ময়লা থাকলে তা সঠিক ভাবে কাজ করতে বাধা দেয়। শুধু তাই নয়, ধুলো ময়লার কারণে এসি কম্প্রেসারে বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হতে পারে।
5/ 8
উইন্ডো বা স্প্লিট এসি-র ফিল্টারও নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে ফিল্টার পরিষ্কার না করলে এসি-র তাপ বেড়ে যেতে পারে। এর ফলে যন্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।
6/ 8
দীর্ঘদিন পর এসি চালু করার আগে সকেটটি ভাল করে পরীক্ষা করে দেখা প্রয়োজন। নিউট্রাল এবং ফেজ সংযোগ যেন যথাযথ থাকে। কোনও ভাবে তা আলগা হয়ে গেলে স্ফুলিঙ্গ বের হতে পারে।
7/ 8
১.৫ টন এসি থাকলে বা তেমন একটি এসি কেনার পরিকল্পনা থাকলে খেয়াল রাখতে হবে এতে যেন ৪ মিলিমিটার মাল্টিফ্লাক্স ওয়্যার থাকে। এই পরিমাপ কম হলে স্পার্ক হতে পারে।
8/ 8
দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে এসি চালু করার আগে, ভাল ভাবে সার্ভিসিং করে নেওয়া প্রয়োজন। মাসের পর মাস ব্যবহার না করলে ভিতরে ভিতরে কিছু ত্রুটি দেখা দিতে পারে। ফলে বিপদ ঘটতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, বছরে দু’বার এসি সার্ভিস করানো প্রয়োজন।
দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন AC? চালুর পর বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
কিন্তু গোটা শীতকালটা বন্ধ রাখার পর প্রথমবার এসি চালু করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নাহলে ক্ষতি হতে পারে যন্ত্রের। কমে যেতে পারে তার আয়ুষ্কাল। এমনকী বিস্ফোরণও ঘটতে পারে। তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসি।
দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন AC? চালুর পর বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসি মেশিনে ধুলো তো পড়েছেই। এবার তা ফের চালু করার আগে একবার ভাল করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া দরকার। মেশিনে ময়লা থাকলে তা সঠিক ভাবে কাজ করতে বাধা দেয়। শুধু তাই নয়, ধুলো ময়লার কারণে এসি কম্প্রেসারে বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হতে পারে।
দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন AC? চালুর পর বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
উইন্ডো বা স্প্লিট এসি-র ফিল্টারও নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে ফিল্টার পরিষ্কার না করলে এসি-র তাপ বেড়ে যেতে পারে। এর ফলে যন্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।
দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন AC? চালুর পর বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
দীর্ঘদিন পর এসি চালু করার আগে সকেটটি ভাল করে পরীক্ষা করে দেখা প্রয়োজন। নিউট্রাল এবং ফেজ সংযোগ যেন যথাযথ থাকে। কোনও ভাবে তা আলগা হয়ে গেলে স্ফুলিঙ্গ বের হতে পারে।
দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন AC? চালুর পর বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
১.৫ টন এসি থাকলে বা তেমন একটি এসি কেনার পরিকল্পনা থাকলে খেয়াল রাখতে হবে এতে যেন ৪ মিলিমিটার মাল্টিফ্লাক্স ওয়্যার থাকে। এই পরিমাপ কম হলে স্পার্ক হতে পারে।
দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন AC? চালুর পর বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলি মাথায় রাখবেন
দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে এসি চালু করার আগে, ভাল ভাবে সার্ভিসিং করে নেওয়া প্রয়োজন। মাসের পর মাস ব্যবহার না করলে ভিতরে ভিতরে কিছু ত্রুটি দেখা দিতে পারে। ফলে বিপদ ঘটতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, বছরে দু’বার এসি সার্ভিস করানো প্রয়োজন।