Smartphone Hacks: সাবধান! ফোনের কভারে টাকা রেখেছেন? আপনি জানেন না কী ভয়ানক সর্বনাশ ডেকে আনছেন
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Smartphone Hacks: ফোনের পিছনে টাকা রাখলে আপনি আপনার সর্বনাশ ডেকে আনছেন। জানেন এই ফোনের পিছনে টাকা রাখলে কি হয়।
advertisement
advertisement
স্মার্টফোন চালালে তাপ উৎপন্ন হয়। বিশেষ করে ভিডিও দেখার সময়। তাছাড়া গেমিংয়ের সময় বা দীর্ঘক্ষণ গান শুনলেও ফোন গরম হয়ে যায়। প্রসেসর চলার কারণেই এই তাপ উৎপন্ন হয়। আর ফোনে যদি ব্যাক কভার লাগানো থাকে, তাহলে সেই তাপ ভিতরে আটকে যেতে পারে। ব্যাক কভারের নীচে টাকা বা কাগজ রাখলে ফোনের তাপ বাইরে বেরতে পারে না। ফলে ফোন আরও গরম হয়। ফোন বেশি গরম হয়ে গেলে বিস্ফোরণও হতে পারে। তাই এই অভ্যাস বদলানোই ভাল!
advertisement
advertisement
advertisement
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাক কভার খুলে ফেলতে হবে। বন্ধ রাখতে হবে ইন্টারনেট। এতেও যদি কাজ না হয়, তাহলে ফোন স্যুইচ অফ করে রাখা ছাড়া উপায় নেই। ফোন ঠান্ডা হলে তবেই অন করা উচিত। তার আগে নয়। মাথায় রাখতে হবে, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং যত্ন নেওয়া প্রয়োজন। তবেই দীর্ঘদিন সচল থাকবে। বারবার খারাপ হওয়ার সম্ভাবনাও কমবে। টাকা বাঁচবে। আখেরে লাভ হবে ইউজারেরই।