SEO Poisoning: গুগলে ভুলেও এই ৬টি শব্দ সার্চ করবেন না, নইলে বিপদের যে শেষ থাকবে না
- Published by:Ananya Chakraborty
- trending-desk
Last Updated:
SEO Poisoning: নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, সেগুলো লিখে সার্চ করলেই, টার্গেট করে হ্যাকাররা। এমনকী গুগলের মতো প্ল্যাটফর্মেও।
advertisement
advertisement
দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, SOPHOS ৬টি শব্দের একটি বাক্যের কথা জানিয়েছে। নেটিজেনদের সতর্ক করে বলেছে, এই শব্দগুলো লিখে সার্চ করলে সাইবার আক্রমণের ঝুঁকি রেয়ছে। সেটা হল - “Are Bengal Cats legal in Australia?” এই প্রশ্ন লিখে যাঁরা সার্চ করেছেন, প্রায় প্রত্যেকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
এভাবে গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চুরি করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করেছে হ্যাকাররা। এর নাম “Gootloader”। সার্চ রেজাল্টের উপরের দিকের কোনও লিঙ্কেই এই প্রোগ্রাম করা থাকে। দেখতে সাধারণ এবং বৈধ লিঙ্কের মতো। কিন্তু ক্লিক করলেই সর্বনাশ। এমনকী এই ইউজারের অ্যাকাউন্ট লক করে দেওয়ার ক্ষমতাও রয়েছে এই প্রোগ্রামের।
advertisement
এই প্রোগ্রাম “SEO Poisoning” নামে পরিচিত একটি কৌশলের মাধ্যমে কাজ করে। সাইবার জালিয়াতরা সাধারণ এবং স্বাভাবিক গুগল রেজাল্টে নজরদারি চালানোর জন্য এই প্রোগ্রাম ব্যবহার করছে। দ্য ডেইলি মেইল এই প্রক্রিয়াকে বলেছে “মারাত্মক কৌশল”। যেখানে অপরাধীরা সার্চ ইঞ্জিন রেজাল্টকে প্রভাবিত করে তাদের ওয়েবসাইটগুলিকে পেজের উপরের দিকে তুলে দেয়। SOPHOS বলছে, যে সব ইউজার “SEO Poisoning” – এর শিকার হয়েছেন বলে মনে করছেন, তাঁদের দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলা উচিত।
