Royal Enfield Electric Bike: দামি বাইক চলবে সম্পূর্ণ বিনা পেট্রোলে! একবার কিনতে পারলেই হল, আর কোনও খরচ নেই, বাজারে আসছে রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইক

Last Updated:
ভারতের বাজারে খুব শীঘ্রই 350-750 cc এবং ইলেকট্রিক বাইক আনতে চলেছে Royal Enfield; এই প্রসঙ্গে জেনে নিন সমস্ত খুঁটিনাটি
1/6
নিজেদের 350-650 cc লাইনআপ-কে আরও জোরদার করতে চাইছে Royal Enfield। সেই সঙ্গে আগামী কয়েক বছরে সংস্থা বাজারে আনতে চলেছে ব্র্যান্ড নিউ 750 cc রেঞ্জ এবং EV-ও। এদিকে সম্প্রতি নিজেদের বিদ্যমান মডেলগুলি রিনিউ করেছে Royal Enfield। তবে এবার উন্নতির নতুন পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে 450 cc ফ্যামিলিকে আরও ঢেলে সাজানোর জন্য জোর দিচ্ছে সংস্থা।
নিজেদের 350-650 cc লাইনআপ-কে আরও জোরদার করতে চাইছে Royal Enfield। সেই সঙ্গে আগামী কয়েক বছরে সংস্থা বাজারে আনতে চলেছে ব্র্যান্ড নিউ 750 cc রেঞ্জ এবং EV-ও। এদিকে সম্প্রতি নিজেদের বিদ্যমান মডেলগুলি রিনিউ করেছে Royal Enfield। তবে এবার উন্নতির নতুন পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে 450 cc ফ্যামিলিকে আরও ঢেলে সাজানোর জন্য জোর দিচ্ছে সংস্থা।
advertisement
2/6
কারণ Royal Enfield-এর এই 450 cc ফ্যামিলি আধুনিক রাইডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর পাশাপাশি 650 cc এবং 750 cc-র মধ্যবর্তী স্লটের আরও বড় ক্যাপাসিটি মেশিন নিয়ে এগোচ্ছে Royal Enfield। 
কারণ Royal Enfield-এর এই 450 cc ফ্যামিলি আধুনিক রাইডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর পাশাপাশি 650 cc এবং 750 cc-র মধ্যবর্তী স্লটের আরও বড় ক্যাপাসিটি মেশিন নিয়ে এগোচ্ছে Royal Enfield।
advertisement
3/6
আসন্ন অফারগুলি একাধিক সেগমেন্টে পাওয়া যাবে। ফলে গ্রাহকরা বেছে নেওয়ার জন্য প্রচুর বিকল্প পাবেন। তাই একাধিক ডেবিউ লাইন-আপে রয়েছে এই সংস্থার। এভাবেই আসন্ন বছরগুলির জন্য নতুন প্রোডাক্টের রোডম্যাপ বানাতে চলেছে সংশ্লিষ্ট ব্র্যান্ড। এখানেই শেষ নয়, Royal Enfield নিজেদের 350 cc রেঞ্জের জন্য মিড-সাইকেল আপডেটের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত হল Bullet 350 এবং Meteor 350।
আসন্ন অফারগুলি একাধিক সেগমেন্টে পাওয়া যাবে। ফলে গ্রাহকরা বেছে নেওয়ার জন্য প্রচুর বিকল্প পাবেন। তাই একাধিক ডেবিউ লাইন-আপে রয়েছে এই সংস্থার। এভাবেই আসন্ন বছরগুলির জন্য নতুন প্রোডাক্টের রোডম্যাপ বানাতে চলেছে সংশ্লিষ্ট ব্র্যান্ড। এখানেই শেষ নয়, Royal Enfield নিজেদের 350 cc রেঞ্জের জন্য মিড-সাইকেল আপডেটের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত হল Bullet 350 এবং Meteor 350।
advertisement
4/6
এর মধ্যে একদম নতুন কালার অপশন বা রঙের বিকল্পও পাওয়া যাবে। শুধু তা-ই নয়, মিলবে রিভাইসড গ্রাফিক্স এবং একাধিক ফিচার এনহ্যান্সমেন্টও পাওয়া যেতে পারে। তবে ভিতরের ফিচার বা মেকানিক্যাল প্যাকেজ একই থাকবে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, Guerrilla 450-র কাফে রেসার ডেরিভেটিভ ডেভেলপ করছে Royal Enfield। এটি ২০২৬-২৭ সাল নাগাদ লঞ্চ হতে পারে। 
এর মধ্যে একদম নতুন কালার অপশন বা রঙের বিকল্পও পাওয়া যাবে। শুধু তা-ই নয়, মিলবে রিভাইসড গ্রাফিক্স এবং একাধিক ফিচার এনহ্যান্সমেন্টও পাওয়া যেতে পারে। তবে ভিতরের ফিচার বা মেকানিক্যাল প্যাকেজ একই থাকবে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, Guerrilla 450-র কাফে রেসার ডেরিভেটিভ ডেভেলপ করছে Royal Enfield। এটি ২০২৬-২৭ সাল নাগাদ লঞ্চ হতে পারে।
advertisement
5/6
আর এটি Triumph-এর নতুন লঞ্চ হওয়া Thruxton 400-র সঙ্গে জোর টক্কর দেবে। আগের আপডেটের সঙ্গে একাধিক স্পাই শট থেকে জানা গিয়েছে যে, নতুন কাফে রেসার ডিজাইনকে সাপোর্ট করার জন্য ভার্সেটাইল বা বহুমুখী 450 cc আর্কিটেকচার গ্রহণ করা হয়েছে। Royal Enfield নিজেদের Bullet-এর বড় ভাই হিসেবে একটি গাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করছে বলে মনে করা হচ্ছে। এর নাম Bullet 650 Twin। এর ট্রেডমার্কের জন্য নাম ফাইল করা হয়েছে। বর্তমানে Bullet 350 এই ব্র্যান্ডের সবথেকে সাশ্রয়ী বাইক। তবে নতুন ট্যুইন-সিলিন্ডার ভ্যারিয়েন্ট পারফরম্যান্স আরও জোরদার করবে বলে আশা। দাম এবং হায়ারার্কির দিক থেকে Classic 650 Twin-এর আওতায় এটি থাকবে। 
আর এটি Triumph-এর নতুন লঞ্চ হওয়া Thruxton 400-র সঙ্গে জোর টক্কর দেবে। আগের আপডেটের সঙ্গে একাধিক স্পাই শট থেকে জানা গিয়েছে যে, নতুন কাফে রেসার ডিজাইনকে সাপোর্ট করার জন্য ভার্সেটাইল বা বহুমুখী 450 cc আর্কিটেকচার গ্রহণ করা হয়েছে। Royal Enfield নিজেদের Bullet-এর বড় ভাই হিসেবে একটি গাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করছে বলে মনে করা হচ্ছে। এর নাম Bullet 650 Twin। এর ট্রেডমার্কের জন্য নাম ফাইল করা হয়েছে। বর্তমানে Bullet 350 এই ব্র্যান্ডের সবথেকে সাশ্রয়ী বাইক। তবে নতুন ট্যুইন-সিলিন্ডার ভ্যারিয়েন্ট পারফরম্যান্স আরও জোরদার করবে বলে আশা। দাম এবং হায়ারার্কির দিক থেকে Classic 650 Twin-এর আওতায় এটি থাকবে।
advertisement
6/6
এর পাশাপাশি চলতি বছরের শেষে অথবা আগামী বছরের গোড়ার গিকে নিজেদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। যার নাম  Flying Flea C6। সেই সঙ্গে ইলেকট্রিক Himalayan-এর উন্নতি করার জন্য কাজ করছে Royal Enfield। 
এর পাশাপাশি চলতি বছরের শেষে অথবা আগামী বছরের গোড়ার গিকে নিজেদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। যার নাম  Flying Flea C6। সেই সঙ্গে ইলেকট্রিক Himalayan-এর উন্নতি করার জন্য কাজ করছে Royal Enfield।
advertisement
advertisement
advertisement