হোম » ছবি » প্রযুক্তি » Jio-র নতুন প্ল্যান, মাত্র এত টাকার রিচার্জে পেয়ে যান এক বছরের আনলিমিটেড সার্ভিস
Jio-র নতুন বাম্পার প্ল্যান, মাত্র এত টাকার রিচার্জে পেয়ে যান এক বছরের আনলিমিটেড সার্ভিস
Bangla Editor
1/ 6
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio)৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ জিও নিজের বার্ষিক প্ল্যানটিকে আপডেট করে দিয়েছে।
2/ 6
বছরের শুরুতে যে প্ল্যানটির দাম ছিল ২০২০ টাকা এখন সেটা পাওয়া যাবে ২১২১ টাকায়। মানে এই প্ল্যানটি দাম বেড়েছে ১০১ টাকা।
3/ 6
২১২১ টাকার রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৩৩৬ দিনের জিও-র আনলিমিটেড সার্ভিসেস। আগে ২০২০ টাকার রিচার্জে গ্রাহকরা ভ্যালিডিটি পেত ৩৬৫।
4/ 6
২১২১ টাকার রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৩৩৬ দিনের জিও টু জিও আনলিমিটেড কলিং-এর সুবিধা। প্রতিদিন ১.৫ জিবি করে 4G ডেটা আর প্রতিদিন ১০০টি করে এসএমএস।
5/ 6
এছাড়াও থকাছে ১২০০০ মিনিট অনান্য নেটওয়ার্ক বিনামূল্যে কথা বলার সুযোগ। এখানেই শেষ নয়, গ্রাহকরা পেয়ে যাবে জিও অ্যাপগুলির অ্যাক্সেস বিনামূল্যে।
6/ 6
৫৫৫ টাকার রিচার্জ করলে গ্রহাকরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি ডেটা ৮৪ দিনে জন্য। সঙ্গে থাকছে জিও টু জিও আনলিমিটেড কলিং আর 3,000 মিনিট ফ্রি অনান্য নেটওয়ার্কের কলিং-এর জন্য। দিনে ১০০টি করে এসএমএস ফ্রি।