Phone Recharge: কম পয়সায় বড় ফায়দা, ফোনে ‘এই’ রিচার্জগুলি করলে আনলিমিটেড কল আর ৪ জিবি ডেটা!

Last Updated:
মোবাইল ফোনে (Mobile Phone) কম পয়সা ভরান, ফায়দা পান দেদার, জিও (Jio) , ভি (Vi), এয়ারটেলের (Airtel) ৫০০ টাকার কমের অফারগুলি জেনে নিন৷
1/4
#কলকাতা: টেলিকম কোম্পানিরা নিজের গ্রাহকদের জন্য দুর্দান্ত সব প্ল্যান নিয়ে আসে৷ রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) গ্রাহকদের জন্য ধাঁসু অফার নিয়ে এসেছে যেখানে কম পয়সায় বড় ফায়দা পাবেন গ্রাহকরা৷ জিও (Jio), ভি (Vi), এয়ারটেল (Airtel) এই তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার ৫০০ টাকার কমে দারুণ কিছু প্ল্যান রয়েছে৷ আনলিমিটেড কলিং, ডেটা, স্ট্রিমিংয়ের সুবিধা সবকিছুই থাকে৷
#কলকাতা: টেলিকম কোম্পানিরা নিজের গ্রাহকদের জন্য দুর্দান্ত সব প্ল্যান নিয়ে আসে৷ রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) গ্রাহকদের জন্য ধাঁসু অফার নিয়ে এসেছে যেখানে কম পয়সায় বড় ফায়দা পাবেন গ্রাহকরা৷ জিও (Jio), ভি (Vi), এয়ারটেল (Airtel) এই তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার ৫০০ টাকার কমে দারুণ কিছু প্ল্যান রয়েছে৷ আনলিমিটেড কলিং, ডেটা, স্ট্রিমিংয়ের সুবিধা সবকিছুই থাকে৷
advertisement
2/4
সবচেয়ে প্রথমে জিও (Jio) ৪৪৪ টাকার প্রিপেড প্ল্যান গ্রাহক ৫৬ দিনের ভ্যালিডিটি রয়েছে৷ জিও -র এই প্ল্যানে ২ জিবি ডেটা পাওয়া যায়৷ আনলিমিটেড কলিংয়ের সঙ্গে সঙ্গে ১০০ এসএমএস ফায়দা পাওয়া যাবে৷ এয়ারটেল, আর ভোডাফোন আইডিয়াও এই প্ল্যানের সঙ্গে পাল্লা দিতে নিজেদের প্ল্যান এনেছে৷ এই প্ল্যানের মূল্য ৪৪৯ টাকা৷
সবচেয়ে প্রথমে জিও (Jio) ৪৪৪ টাকার প্রিপেড প্ল্যান গ্রাহক ৫৬ দিনের ভ্যালিডিটি রয়েছে৷ জিও -র এই প্ল্যানে ২ জিবি ডেটা পাওয়া যায়৷ আনলিমিটেড কলিংয়ের সঙ্গে সঙ্গে ১০০ এসএমএস ফায়দা পাওয়া যাবে৷ এয়ারটেল, আর ভোডাফোন আইডিয়াও এই প্ল্যানের সঙ্গে পাল্লা দিতে নিজেদের প্ল্যান এনেছে৷ এই প্ল্যানের মূল্য ৪৪৯ টাকা৷
advertisement
3/4
এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান অনুযায়ি এতে প্রতিদিন ২ জিবি করে রোজ ডেটা পাওয়া যাবে৷ এর ভ্যালিডিটি ৫৬ দিন রয়েছে৷ প্রতিদিন ১০০ এসএমএসের ফায়দা হবে৷ এছাড়াও প্রাইম ভিডিও-র মোবাইল এডিশনের ফায়দা পাওয়া যাবে৷ উইঙ্ক মিউজিকের ফায়দা পাওয়া যাবে৷
এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান অনুযায়ি এতে প্রতিদিন ২ জিবি করে রোজ ডেটা পাওয়া যাবে৷ এর ভ্যালিডিটি ৫৬ দিন রয়েছে৷ প্রতিদিন ১০০ এসএমএসের ফায়দা হবে৷ এছাড়াও প্রাইম ভিডিও-র মোবাইল এডিশনের ফায়দা পাওয়া যাবে৷ উইঙ্ক মিউজিকের ফায়দা পাওয়া যাবে৷
advertisement
4/4
Vi -র প্রিপেড প্ল্যানও সস্তা অন্যদিকে Vi-র ৪৪৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন ৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে৷ এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের৷ এতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ফ্রি ১০০ এসএমএস পাওয়া যাবে৷ এতে বিঞ্জ অল নাইট অফার, উইকএন্ড ডেটা রোল ওভার বেনিফিট পাওয়া যাবে৷
Vi -র প্রিপেড প্ল্যানও সস্তা অন্যদিকে Vi-র ৪৪৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন ৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে৷ এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের৷ এতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ফ্রি ১০০ এসএমএস পাওয়া যাবে৷ এতে বিঞ্জ অল নাইট অফার, উইকএন্ড ডেটা রোল ওভার বেনিফিট পাওয়া যাবে৷
advertisement
advertisement
advertisement