শখ পূরণে ঋণের ইতি, স্বপ্নের গাড়ি কিনুন ২লক্ষ টাকা কমে
- Published by:Sarmita Bhattacharjee
- news18 bangla
Last Updated:
advertisement
তবে, এই পরিস্থিতি তখনই হয়, যখন কেউ কোনও পরিকল্পনা ছাড়াই গাড়ি কিনতে যান ৷ তবে, প্ল্যানিং করে যদি আপনি গাড়ি কেনেন ৷ তাহলে একেবারেই সেই ঋণের বোঝা আপনাকে বইতে হবে না ৷ তবে, এরজন্য আপনাকে তিনবছর লাগাতার মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে হবে ৷ এরপর তিন বছর পর যে টাকা আসবে আপনার হাতে তা থেকেই আপনি ৫ লাখ টাকা পর্যন্ত যেকোনও গাড়ি ঋণ ছাড়াই নিতে পারবেন ৷
advertisement
সার্টিফায়েড ফায়েনান্সিয়াল প্ল্যানার অ্যান্ড এলজে বিজনেস স্কুলের সিইও পুনমের দাবি, আপনার ‘দামী’ ইচ্ছেপূরণ করতে মিউচুয়াল ফান্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে ৷ ৫ লাখ টাকার যদি কোনও গাড়ির কেনার পরিকল্পনা থাকে আপনার, তাহলে প্রতি মাসে ৬৫০০ টাকার বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডে ৷ তাহলে ১০শতাংশও যদি রিটার্ন আসে আপনার ৷ তাহলে ৫ বছরে সেই মিউচুয়াল ফান্ড থেকে আপনি ৫লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ৷ এতে আপনাকে টাকা ইনভেস্ট করতে হচ্ছে ৩.৯০ লাখ টাকা ৷ তার বদলে ইন্টারেস্টে আপনি পেয়ে যাচ্ছেন ১.১০ লাখ টাকা অতিরিক্ত ৷
advertisement
advertisement
advertisement
৫ লক্ষ টাকার যদি একটি গাড়ি কেনেন আপনি ৷ তাহলে ১লক্ষ টাকার ডাউনপেমেন্ট করতে হবে আপনাকে ৷ বাকি ৪লক্ষ টাকার লোন নিতে হবে আপনাকে ৷ এসবিআই-র থেকে লোন নিলে তার সুদের হার ৯.২৫ শতাংশ ৷ তাহলে ৫ বছর ধরে ৮,৩৫২টি ইনস্টলমেন্টে সেই লোন আপনাকে শোধ করতে হবে ৷ যদি ১লক্ষ টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন ৷ তাহলে পাঁচ বছরে সেটি হবে ১.৩৭লক্ষ টাকা ৷ অতিরিক্ত ৩৭ হাজার টাকা লাভ হবে আপনার ৷