ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে মেসেজিং অ্যাপ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম Telegram। এবার অ্যান্ড্রয়েড ও iOS ভার্সনের অ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে Telegram। এর মধ্যে রয়েছে গ্রুপ ভিডিও কল ফিচার। এবার ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস চ্যাটকে সহজেই ভিডিও কনফারেন্স কলে রূপান্তর করতে পারবেন। একই সঙ্গে ব্যবহারকারীরা নয়েজ সাপেরেশন আর ট্যাবলেট সাপোর্টের মতো ফিচার্সও ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা স্ক্রিন শেয়ার করার একটি অপশন পেয়ে যাবেন, যা প্রেজেন্টেশনের সময়ে বিশেষ কার্যকরী প্রমাণিত হবে।
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সেই সব গ্রুপে ভিডিও কল শুরু করতে পারবেন যে সব গ্রুপে তাঁরা অ্যাডমিন। iOS ব্যবহারকারীদের জন্য গ্রুপ প্রোফাইলে আরও একটি বাটন দেওয়া আছে - 'ভয়েস চ্যাট'। এগুলি ছাড়াও আরু কিছু নতুন ফিচার যুক্ত করেছে টেলিগ্রাম। এর মধ্যে রয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজড থার্ড পার্টি স্টিকার ইমপোর্ট, আর একটি অন্য মেনু বাটন। অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ফিচারটির সাহায্যে ব্যবহারকারী কোন মেসেজ পাঠানো বা রিসিভ করার সময় করলে ব্যাকগ্রাউন্ডের রঙ বা প্যাটার্ন পরিবর্তন হবে।
ব্যবহারকারীরদের কাছে অপশন থাকে স্ক্রিনে কারও ভিডিও ফিড পিন করে রাখার, যাতে কলে নতুন কেউ যুক্ত হলেও সেটি প্রথম ও সেন্টারে থাকে। নতুন ফিচারের সাহায্যে এবার টেলিগ্রাম ব্যবহারকারীরা নিজেদের স্ক্রিনও শেয়ার করতে পারবেন। ভিডিও কলিং এর সময় কিছু প্রেজেন্টেশনের দিতে হলে বিশেষ কার্যকরী। সেই সঙ্গে তাঁরা নিজেদের ক্যামেরা ফিড এবং স্ক্রিনকে একসাথে শেয়ার করার বিকল্পও পেয়ে যাবেন।
রিপোর্ট অনুযায়ী, টেলিগ্রামের গ্রুপ ভিডিও কলগুলি বর্তমানে ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাবে টেলিগ্রাম জানিয়েছে যে, ‘শীঘ্রই’ গ্ৰুপ ভিডিও কল ফিচারে অংশগ্রহণকারীর সংখ্যাকে বাড়ানো হবে এবং অন্যান্য নয়া ফিচারকে উপলব্ধ করার জন্য ভয়েস চ্যাট সেকশনটিরও সম্প্রসারণ ঘটানো হবে। টেলিগ্রাম ইউজাররা এই নতুন ফিচারগুলি তাদের স্মার্টফোন সহ ট্যাবলেট এবং কম্পিউটার করতে পারবেন।