OnePlus Nord 5 & Nord CE 5: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, AI ফিচার- সহ ভারতে লঞ্চ হল OnePlus Nord 5 ও Nord CE, জেনে নিন ফিচারের দিক থেকে কে এগিয়ে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ভারতে এল OnePlus Nord 5 এবং Nord CE 5! নজরকাড়া AMOLED ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরার সাথে এই ফোনগুলি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে সেরা অভিজ্ঞতা দেবে। নতুন OnePlus AI ফিচার সহ দাম, স্পেকস সব জানুন।
সদ্যই ভারতে আত্মপ্রকাশ করেছে OnePlus Nord 5 সিরিজ। আর এই সিরিজে থাকতে চলেছে মিড-রেঞ্জের Nord CE 5 মডেল। নতুন Nord সিরিজে ব্যবহার করা হয়েছে Snapdragon এবং MediaTek উভয় চিপসেটই। আর এতে রয়েছে AMOLED ডিসপ্লে। যা ফাস্ট-চার্জিং ব্যাটারি সাপোর্ট করে। যার ফলে বাক্সে থাকবে একটি অ্যাডাপ্টার এবং OxygenOS ভার্সন।
advertisement
advertisement
ভারতে OnePlus Nord 5 এবং Nord CE 5-এর দাম: বেস 8GB + 128GB মডেলের দাম শুরু হচ্ছে ৩১৯৯৯ টাকা থেকে। আর অন্যদিকে 12GB + 256GB এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৪৯৯৯ টাকা এবং ৩৭৯৯৯ টাকা। Nord CE 5-এর 8GB + 128GB বেস ভ্যারিয়েন্টের দাম ২৪৯৯৯ টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৬৯৯৯ টাকা এবং ২৮৯৯৯ টাকা। ভারতে ৯ জুলাই থেকে Nord 5 এবং আগামী ১২ জুলাই থেকে Nord CE 5 স্মার্টফোনের সেল শুরু করবে OnePlus।
advertisement
OnePlus Nord 5 এবং Nord CE 5 স্পেসিফিকেশন: Nord 5-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট। Nord CE 5-এ থাকবে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। তাতেও থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। 12GB RAM এবং 512GB স্টোরেজ পর্যন্ত Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত Nord 5। এদিকে Nord CE 5-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8350 Apex SoC। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত সাপোর্ট করে।
advertisement
advertisement
Nord 5-এ রয়েছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। OnePlus 13s-এর মতোই এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। Nord CE 5-এ-ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স-সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর রয়েছে। Nord 5-এর সামনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শ্যুটার আর Nord CE 5-এ রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
advertisement