OnePlus Nord 5 & Nord CE 5: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, AI ফিচার- সহ ভারতে লঞ্চ হল OnePlus Nord 5 ও Nord CE, জেনে নিন ফিচারের দিক থেকে কে এগিয়ে

Last Updated:
ভারতে এল OnePlus Nord 5 এবং Nord CE 5! নজরকাড়া AMOLED ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরার সাথে এই ফোনগুলি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে সেরা অভিজ্ঞতা দেবে। নতুন OnePlus AI ফিচার সহ দাম, স্পেকস সব জানুন।
1/7
সদ্যই ভারতে আত্মপ্রকাশ করেছে OnePlus Nord 5 সিরিজ। আর এই সিরিজে থাকতে চলেছে মিড-রেঞ্জের Nord CE 5 মডেল। নতুন Nord সিরিজে ব্যবহার করা হয়েছে Snapdragon এবং MediaTek উভয় চিপসেটই। আর এতে রয়েছে AMOLED ডিসপ্লে। যা ফাস্ট-চার্জিং ব্যাটারি সাপোর্ট করে। যার ফলে বাক্সে থাকবে একটি অ্যাডাপ্টার এবং OxygenOS ভার্সন।
সদ্যই ভারতে আত্মপ্রকাশ করেছে OnePlus Nord 5 সিরিজ। আর এই সিরিজে থাকতে চলেছে মিড-রেঞ্জের Nord CE 5 মডেল। নতুন Nord সিরিজে ব্যবহার করা হয়েছে Snapdragon এবং MediaTek উভয় চিপসেটই। আর এতে রয়েছে AMOLED ডিসপ্লে। যা ফাস্ট-চার্জিং ব্যাটারি সাপোর্ট করে। যার ফলে বাক্সে থাকবে একটি অ্যাডাপ্টার এবং OxygenOS ভার্সন।
advertisement
2/7
তবে কিংবদন্তি অ্যালার্ট স্লাইডার ছাড়াই নিজেদের Nord ফোন আনতে চলেছে OnePlus। এর জায়গায় দেওয়া হয়েছে Plus key। যেটা প্রথম বারের জন্য দেখা গিয়েছিল চলতি বছরের গোড়ার দিকে আত্মপ্রকাশ করা OnePlus 13s মডেলে।
তবে কিংবদন্তি অ্যালার্ট স্লাইডার ছাড়াই নিজেদের Nord ফোন আনতে চলেছে OnePlus। এর জায়গায় দেওয়া হয়েছে Plus key। যেটা প্রথম বারের জন্য দেখা গিয়েছিল চলতি বছরের গোড়ার দিকে আত্মপ্রকাশ করা OnePlus 13s মডেলে।
advertisement
3/7
ভারতে OnePlus Nord 5 এবং Nord CE 5-এর দাম: বেস 8GB + 128GB মডেলের দাম শুরু হচ্ছে ৩১৯৯৯ টাকা থেকে। আর অন্যদিকে 12GB + 256GB এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৪৯৯৯ টাকা এবং ৩৭৯৯৯ টাকা। Nord CE 5-এর 8GB + 128GB বেস ভ্যারিয়েন্টের দাম ২৪৯৯৯ টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৬৯৯৯ টাকা এবং ২৮৯৯৯ টাকা। ভারতে ৯ জুলাই থেকে Nord 5 এবং আগামী ১২ জুলাই থেকে Nord CE 5 স্মার্টফোনের সেল শুরু করবে OnePlus।
ভারতে OnePlus Nord 5 এবং Nord CE 5-এর দাম: বেস 8GB + 128GB মডেলের দাম শুরু হচ্ছে ৩১৯৯৯ টাকা থেকে। আর অন্যদিকে 12GB + 256GB এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৪৯৯৯ টাকা এবং ৩৭৯৯৯ টাকা। Nord CE 5-এর 8GB + 128GB বেস ভ্যারিয়েন্টের দাম ২৪৯৯৯ টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৬৯৯৯ টাকা এবং ২৮৯৯৯ টাকা। ভারতে ৯ জুলাই থেকে Nord 5 এবং আগামী ১২ জুলাই থেকে Nord CE 5 স্মার্টফোনের সেল শুরু করবে OnePlus।
advertisement
4/7
OnePlus Nord 5 এবং Nord CE 5 স্পেসিফিকেশন: Nord 5-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট। Nord CE 5-এ থাকবে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। তাতেও থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। 12GB RAM এবং 512GB স্টোরেজ পর্যন্ত Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত Nord 5। এদিকে Nord CE 5-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8350 Apex SoC। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত সাপোর্ট করে।
OnePlus Nord 5 এবং Nord CE 5 স্পেসিফিকেশন: Nord 5-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট। Nord CE 5-এ থাকবে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। তাতেও থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। 12GB RAM এবং 512GB স্টোরেজ পর্যন্ত Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত Nord 5। এদিকে Nord CE 5-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8350 Apex SoC। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত সাপোর্ট করে।
advertisement
5/7
Nord-এর উভয় ফোনেই রয়েছে Android 15-ভিত্তিক OxygenOS ভার্সন আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে মাল্টিপল OS এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। Nord 5 স্মার্টফোনে নতুন  OnePlus AI ফিচার এবং অন্যান্য কাস্টোমাইজেশন আনলক করবে Plus Key।
Nord-এর উভয় ফোনেই রয়েছে Android 15-ভিত্তিক OxygenOS ভার্সন আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে মাল্টিপল OS এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। Nord 5 স্মার্টফোনে নতুন  OnePlus AI ফিচার এবং অন্যান্য কাস্টোমাইজেশন আনলক করবে Plus Key।
advertisement
6/7
Nord 5-এ রয়েছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। OnePlus 13s-এর মতোই এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। Nord CE 5-এ-ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স-সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর রয়েছে। Nord 5-এর সামনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শ্যুটার আর Nord CE 5-এ রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Nord 5-এ রয়েছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। OnePlus 13s-এর মতোই এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। Nord CE 5-এ-ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স-সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর রয়েছে। Nord 5-এর সামনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শ্যুটার আর Nord CE 5-এ রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
advertisement
7/7
Nord 5-এ রয়েছে ৬৮০০ mAh ব্যাটারি আর Nord CE 5-এ রয়েছে আরও বড় অর্থাৎ ৭১০০ mAh ব্যাটারি। যা ৮০ ওয়াটের ফাস্ট ওয়্য়ায়ার্ড চার্জিং সাপোর্ট করে।
Nord 5-এ রয়েছে ৬৮০০ mAh ব্যাটারি আর Nord CE 5-এ রয়েছে আরও বড় অর্থাৎ ৭১০০ mAh ব্যাটারি। যা ৮০ ওয়াটের ফাস্ট ওয়্য়ায়ার্ড চার্জিং সাপোর্ট করে।
advertisement
advertisement
advertisement