Ola Electric To Be launched 15th August: পেট্রোলের দিন শেষ! ১৫ অগাস্ট বাজারে আসছে ওলার স্কুটার

Last Updated:
১৫ অগাস্ট বাজার কাঁপাতে আসছে ওলা স্কুটার। অনেকেই ৪৯৯ টাকা দিয়ে বুক করে রেখেছেন।
1/5
পেট্রোল চালিত গাড়ি, স্কুটারের কি তবে দিন শেষ! ইলেকট্রিক ভেহিকেল বাজারে আনতে মরিয়া সরকার। এরই মধ্যে লঞ্চ হচ্ছে ওলার স্কুটার। দেখতে অসাধারণ। ফিচার্স কম নয়।
পেট্রোল চালিত গাড়ি, স্কুটারের কি তবে দিন শেষ! ইলেকট্রিক ভেহিকেল বাজারে আনতে মরিয়া সরকার। এরই মধ্যে লঞ্চ হচ্ছে ওলার স্কুটার। দেখতে অসাধারণ। ফিচার্স কম নয়।
advertisement
2/5
ওলা-র CEO ভাবিশ আগরওয়াল জানিয়ে দিয়েছেন, ১৫ অগাস্ট বাজারে আসছে ওলা স্কুটার। দশটি রঙে পাওয়া যাবে এই স্কুটার। প্রতিটি রঙই অসাধারণ সুন্দর।
ওলা-র CEO ভাবিশ আগরওয়াল জানিয়ে দিয়েছেন, ১৫ অগাস্ট বাজারে আসছে ওলা স্কুটার। দশটি রঙে পাওয়া যাবে এই স্কুটার। প্রতিটি রঙই অসাধারণ সুন্দর।
advertisement
3/5
৪৯৯ টাকা দিয়ে অনেকেই বুকিং করেছিলেন ওলার স্কুটার। ওলা এই স্কুটার বাড়িতে ডেলিভারি করবে বলে জানিয়েছিল। বুকিং ওপেন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক লাখের বেশি স্কুটার বুক হয়েছিল।
৪৯৯ টাকা দিয়ে অনেকেই বুকিং করেছিলেন ওলার স্কুটার। ওলা এই স্কুটার বাড়িতে ডেলিভারি করবে বলে জানিয়েছিল। বুকিং ওপেন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক লাখের বেশি স্কুটার বুক হয়েছিল।
advertisement
4/5
১৫ অগাস্ট লঞ্চ হবে ওলা স্কুটার। তার আগে স্পেসিফিকেশন, দাম সম্পর্কে জানাবে সংস্থা।
১৫ অগাস্ট লঞ্চ হবে ওলা স্কুটার। তার আগে স্পেসিফিকেশন, দাম সম্পর্কে জানাবে সংস্থা।
advertisement
5/5
যতদূর জানা গিয়েছে, ওলা স্কুটার একবার চার্জ দিলে ১৫০ কিমি পথ যাবে। এই স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ১০০ কিমি প্রতি ঘণ্টা।
যতদূর জানা গিয়েছে, ওলা স্কুটার একবার চার্জ দিলে ১৫০ কিমি পথ যাবে। এই স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ১০০ কিমি প্রতি ঘণ্টা।
advertisement
advertisement
advertisement