Reliance Jio 125 Rupees plan: মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ফের একবার জিও নিয়ে এল গ্রাহকদের জন্য সব থেকে সস্তার প্ল্যান। এই মুহূর্তে জিওর গ্রাহকরা বিনবামুল্যে নিজেদের নেটওয়ার্কে কল করার সুবিধা পান এর সঙ্গে কোনও বাড়তি চার্জ ছাড়াই উপভোগ করতে পাড়ে জিওর সব অ্যাপগুলিও।