নতুন পলিসিতে একাধিক প্রতিবন্ধকতা, WhatsApp-এর জায়গা নিতে চলেছে Signal?জানুন সুবিধা-অসুবিধা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কেনই বা হোয়াটসঅ্যাপ ছেড়ে সবাই সিগন্যাল যোগ দিচ্ছেন? আসুন জেনে নেওয়া যাক বিশদে
সিগন্যাল (Signal)। বেশ কয়েকদিন চর্চায় রয়েছে এই মেসেজিং অ্যাপ। অটো-এক্সপার্টদের কথায়, নতুন পলিসি আর আপডেটের জেরে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছেড়ে লোকজন এবার সিগন্যালে মজেছেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে সিগন্যালকে বেছে নিচ্ছেন মানুষজন। কিন্তু কী এই সিগন্যাল অ্যাপ? কেনই বা হোয়াটসঅ্যাপ ছেড়ে সবাই সিগন্যাল যোগ দিচ্ছেন? আসুন জেনে নেওয়া যাক বিশদে।
advertisement
কী এই সিগন্যাল অ্যাপ? সিগন্যাল ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংস্থা এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ডেভেলপ করে। প্রাইভেসি বজায় রেখে মেসেজ করার জন্য ২০১৪ সালে লঞ্চ করা হয় অ্যাপটি। সিগনালের ট্যাগলাইনও ছিল- Say Hello To Privacy।" হোয়াটসঅ্যাপের মতো এন্ড টু এন্ড এনস্ক্রিপশন রয়েছে এই অ্যাপেও। অ্যান্ড্রয়েড, iPhone, iPad, Windows, ম্যাক (Mac), লিনাক্স (Linux)-সহ সর্বত্র উপলব্ধ রয়েছে এটি।
advertisement
advertisement
কেন সিগন্যাল অ্যাপে ঝুঁকছেন মানুষজন? বলা বাহুল্য, এই ক'দিনে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে প্রাইভেসি পলিসিতে একাধিক পরিবর্তন আনতে চলেছে এই চ্যাটিং অ্যাপ। ফেব্রুয়ারি থেকে অ্যাপটির আপডেটেড ভার্সন ব্যবহার করতে গেলে প্রত্যেককে একটি 'agree and accept' অপশনে ক্লিক করতে হবে। আর হোয়াটসঅ্যাপের এই আপডেটেড পলিসি অনুযায়ী, সংস্থার অন্যান্য প্ল্যাটফর্মগুলির সঙ্গে শেয়ার করা হতে পারে ব্যবহারকারীর তথ্য।
advertisement
এক্ষেত্রে মালিকানাধীন সংস্থা ফেসবুক (Facebook) ও তার অধীনস্থ অন্য অ্যাপেও শেয়ার হবে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা। এর পাশাপাশি সব সময়ে ব্যবহারকারীর লোকেশন ডেটাও ট্র্যাক করতে পারবে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক বিবৃতিতে একথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এক্ষেত্রে যদি কেউ লোকেশন বন্ধ রাখে, তা হলেও তার IP অ্যাড্রেস থেকে লোকেশন ডেটা কালেক্ট করতে পারবে এই সংস্থা। এর পর থেকেই এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। গোপনীয়তা ভঙ্গের আতঙ্কে ভুগছেন অনেকে। আর এই সুযোগে সিগন্যাল নিয়ে ক্রমেই কৌতূহল বাড়ছে গ্রাহকদের মনে।
advertisement
কী ভাবে হোয়াটসঅ্যাপের বন্ধুদের সিগন্যাল অ্যাপে ইনভাইট করা যাবে? হোয়াটসঅ্যাপ থেকে সিগন্যাল গেলে চ্যাটগুলি এক্সপোর্ট করা যাবে না। এক্ষেত্রে বন্ধুদের ইনভাইট করা যেতে পারে মাত্র। অর্থাৎ অন্য প্ল্যাটফর্ম থেকে সদস্যদের অ্যাড করতে পারেন সিগন্যালের গ্রুপ অ্যাডমিনরা। একটি লিঙ্কের মাধ্যমেই হয়ে যাবে এই কাজ। এক্ষেত্রে প্রথমে সিগন্যাল অ্যাপ খুলতে হবে। তার পর ডানদিকের উপরের কোণে থ্রি ডটসে ক্লিক করতে হবে। এর পর নতুন গ্রুপ খুলে অন্তত একজনকে অ্যাড করতে হবে। এবার এই গ্রুপ খুলে, তার ডানদিকের উপরের থ্রি ডটসে ক্লিক করতে হবে। এখানে গ্রুপ লিঙ্ক পাওয়া যাবে। এই লিঙ্ক শেয়ার করেই অন্যদের অ্যাড করা যাবে।