ঘুণাক্ষরেও টের পাবেন না কেউ! চুপি চুপি Instagram স্টোরি দেখার সিক্রেট উপায় জানেন?
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Instagram Tips: কিন্তু এর কী আদৌ কোনও উপায় আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রয়েছে। তবে ১টা কিংবা ২টো নয়, বরং সাত-সাতটা উপায় রয়েছে। যার মাধ্যমে গোপনে একেবারে নিরাপদে অন্য কারও Instagram স্টোরি দেখতে পারি। রইল সেই সমস্ত উপায়।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এর স্টোরিতে আমরা ছবি, ভিডিও শেয়ার করতে পারি। তবে অনেক সময় আমরা কারও Instagram-এর স্টোরি দেখতে চাই, অথচ আমরা চাই যেন, তিনি সেটা বুঝতে না পারেন। অর্থাৎ আমরা গোপনেই ওই ব্যক্তির স্টোরি দেখতে চাই। কিন্তু এর কী আদৌ কোনও উপায় আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রয়েছে। তবে ১টা কিংবা ২টো নয়, বরং সাত-সাতটা উপায় রয়েছে। যার মাধ্যমে গোপনে একেবারে নিরাপদে অন্য কারও Instagram স্টোরি দেখতে পারি। রইল সেই সমস্ত উপায়।
advertisement
Airplane Mode-এর ব্যবহার: গোপনে Instagram স্টোরি দেখার জন্য অন্যতম দুর্দান্ত উপায় হল Airplane Mode-এর ব্যবহার। এর জন্য প্রথমে নিজের ফোনে Instagram খুলতে হবে। এরপর স্টোরি লোড হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর স্টোরি হল অ্যাপের একেবারে উপরের দিকে থাকা ছোট ছোট বৃত্ত। এবার নিজের ডিভাইসে Airplane Mode অন করতে হবে। এই মোডের ফলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় ফোনে।
advertisement
এবার এই অবস্থায় Instagram-এ গিয়ে স্টোরি দেখে নিতে হবে। যেহেতু ব্যবহারকারীর ইন্টারনেটের কানেকশন নেই, তাই যে ব্যক্তির স্টোরি তিনি দেখতে চাইছেন, সেটা বুঝতে পারবেন না। দেখা শেষ হয়ে গেলে Instagram অ্যাপ ব্যবহার করে দিতে হবে। তারপরেই বন্ধ করতে হবে Airplane Mode। এই কায়দায় গোপনে দেখা যাবে কারও Instagram স্টোরি। এই কৌশলটা বেশ সহজ। আর এতে কোনও বিশেষ অ্যাপও লাগে না।
advertisement
Anonymous Instagram Story এবং Profile Viewer Tools: গোপনে ইনস্টাগ্রাম স্টোরি দেখার দারুণ ওয়েবসাইট হল Anonymous Instagram Story এবং Profile Viewer Tools। দুর্দান্ত এই টুলের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা লগ-ইন ছাড়াই কারও স্টোরি দেখতে পাবেন ব্যবহারকারী। এর জন্য InstaNavigator ওয়েবসাইটে যেতে হবে। এবার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরি ব্যবহারকারী দেখতে চাইছেন, তার ইউজার নেম টাইপ করতে হবে। এতে গোপনে ওই ব্যক্তির ইনস্টাগ্রাম স্টোরি দেখা সম্ভব।
advertisement
advertisement
advertisement
১. নতুন ই-মেল অথবা ফোন নম্বর তৈরি: প্রথমে নতুন ইমেল অথবা ফোন নম্বর তৈরি করতে হবে। যা আগে কখনও ইনস্টাগ্রামে ব্যবহার করা হয়নি। ২. ইনস্টাগ্রামে সাইন আপ: ইনস্টাগ্রামে যেতে হবে। নতুন হিসেবে সাইন-আপ করতে হবে। এর জন্য যে নতুন ই-মেল বা ফোন নম্বর তৈরি করা হয়েছে, সেটা ব্যবহার করতে হবে। ইউজারনেমটাও বুঝেশুনে বাছতে হবে। নিজের আসল নাম ব্যবহার করা চলবে না।
advertisement
৩. প্রাইভেট প্রোফাইল: গোপনীয়তা রক্ষা করার জন্য নতুন এই অ্যাকাউন্টটিকে প্রাইভেট রাখতে হবে। এর ফলে ব্যবহারকারী অনুমতি দিলে তবেই তাঁর অ্যাকাউন্ট দেখতে পাবেন অন্যরা। ৪. অন্য অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করার দরকার নেই: ইনস্টাগ্রাম-এর তরফে ব্যবহারকারীকে অন্য বন্ধুদের সঙ্গে কানেক্ট করার অপশন দেবে। কিন্তু সেটা করার দরকার নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement