Mobile Data: দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে মোবাইল ডেটা? এই উপায়েই হবে বাজিমাত

Last Updated:
অনেক সময়ই দেখা যায় যে, মোবাইল ডেটা চড়চড় করে শেষ হয়ে যাচ্ছে। এর ফলে দিনের বাকিটা সময় আর কিছুই করা যায় না ডেটা না থাকার কারণে।
1/7
স্মার্টফোন যদি শরীর হয়, তাহলে ডেটা হল  প্রাণশক্তি। কারণ ডেটা ছাড়া স্মার্টফোনে কিছুই করা সম্ভব নয়। তাই ইন্টারনেট ডেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময়ই দেখা যায় যে, মোবাইল ডেটা চড়চড় করে শেষ হয়ে যাচ্ছে। এর ফলে দিনের বাকিটা সময় আর কিছুই করা যায় না ডেটা না থাকার কারণে। কিন্তু, খুব সহজে একটি উপায় ফলো করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে খুঁটিনাটি।
স্মার্টফোন যদি শরীর হয়, তাহলে ডেটা হল  প্রাণশক্তি। কারণ ডেটা ছাড়া স্মার্টফোনে কিছুই করা সম্ভব নয়। তাই ইন্টারনেট ডেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময়ই দেখা যায় যে, মোবাইল ডেটা চড়চড় করে শেষ হয়ে যাচ্ছে। এর ফলে দিনের বাকিটা সময় আর কিছুই করা যায় না ডেটা না থাকার কারণে। কিন্তু, খুব সহজে একটি উপায় ফলো করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে খুঁটিনাটি।
advertisement
2/7
ডেটার মেয়াদ শেষ হওয়ার কারণ -  প্রথমত কেন ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যায় তা জানা খুবই গুরুত্বপূর্ণ। এর সবচেয়ে বড় কারণ হতে পারে ফোনের আপডেট। ফোনে অনেক সিকিউরিটি ফিচার থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। বেশিরভাগ ইউজার তাঁদের ফোনে অটো আপডেটের বিকল্প রাখেন এবং একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে সেই আপডেট করে। ইউজাররা এটি বুঝতেও পারবেন না এবং তাঁদের ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাবে।
ডেটার মেয়াদ শেষ হওয়ার কারণ - প্রথমত কেন ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যায় তা জানা খুবই গুরুত্বপূর্ণ। এর সবচেয়ে বড় কারণ হতে পারে ফোনের আপডেট। ফোনে অনেক সিকিউরিটি ফিচার থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। বেশিরভাগ ইউজার তাঁদের ফোনে অটো আপডেটের বিকল্প রাখেন এবং একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে সেই আপডেট করে। ইউজাররা এটি বুঝতেও পারবেন না এবং তাঁদের ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাবে।
advertisement
3/7
ডেটা সংরক্ষণের ৩টি উপায় -  - ইউজাররা নিজেদের ফোনে ডেটা সেভার ফিচার চালু করতে পারেন।
ডেটা সংরক্ষণের ৩টি উপায় - - ইউজাররা নিজেদের ফোনে ডেটা সেভার ফিচার চালু করতে পারেন।
advertisement
4/7
- এর জন্য Settings-এ গিয়ে Connections-এ ক্লিক করতে হবে।  - এরপর Data Usage ক্লিক করার পরে, ডেটা সেভারে ক্লিক করতে হবে।
- এর জন্য Settings-এ গিয়ে Connections-এ ক্লিক করতে হবে। - এরপর Data Usage ক্লিক করার পরে, ডেটা সেভারে ক্লিক করতে হবে।
advertisement
5/7
- এর মাধ্যমে ইউজাররা সিদ্ধান্ত নিতে পারবেন, কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করতে পারে, আর কোনটি করতে পারে না।  ডেটা লিমিট সেট করার উপায় -  - এর জন্যও প্রথমে Settings অপশনে যেতে হবে এবং Connections অপশনে ক্লিক করতে হবে।
- এর মাধ্যমে ইউজাররা সিদ্ধান্ত নিতে পারবেন, কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করতে পারে, আর কোনটি করতে পারে না। ডেটা লিমিট সেট করার উপায় - - এর জন্যও প্রথমে Settings অপশনে যেতে হবে এবং Connections অপশনে ক্লিক করতে হবে।
advertisement
6/7
- এরপর Data Usage ওপেন করে Mobile Data Usage-এ ক্লিক করতে হবে।  - এরপর ডান পাশে উপরে দেওয়া গিয়ার আইকনটি ওপেন করতে হবে এবং সেট ডেটা ওয়ার্নিং অন করতে হবে।  - এরপর ডেটা ওয়ার্নিং অপশনে গিয়ে দৈনিক ডেটার সীমা সেট করতে হবে।  - যত তাড়াতাড়ি ডেটা খরচ এই সীমা অতিক্রম করবে, ফোন কাজ করা বন্ধ করে দেবে।
- এরপর Data Usage ওপেন করে Mobile Data Usage-এ ক্লিক করতে হবে। - এরপর ডান পাশে উপরে দেওয়া গিয়ার আইকনটি ওপেন করতে হবে এবং সেট ডেটা ওয়ার্নিং অন করতে হবে। - এরপর ডেটা ওয়ার্নিং অপশনে গিয়ে দৈনিক ডেটার সীমা সেট করতে হবে। - যত তাড়াতাড়ি ডেটা খরচ এই সীমা অতিক্রম করবে, ফোন কাজ করা বন্ধ করে দেবে।
advertisement
7/7
অটো আপডেট বন্ধ করার উপায় -  - এর জন্য সেটিংসে গিয়ে অ্যাপ আইকনটি ওপেন করতে হবে।  - এরপর সেই সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করতে হবে, যেগুলির ডেটা ব্যবহার করা বন্ধ করতে হবে।  - এরপর মোবাইল ডেটাতে ক্লিক করতে হবে এবং Allow background data usage অপশন অফ করে দিতে হবে।  - এটি সমস্ত অ্যাপের অটো আপডেট বন্ধ করবে এবং ডেটা খরচও কমবে।
অটো আপডেট বন্ধ করার উপায় - - এর জন্য সেটিংসে গিয়ে অ্যাপ আইকনটি ওপেন করতে হবে। - এরপর সেই সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করতে হবে, যেগুলির ডেটা ব্যবহার করা বন্ধ করতে হবে। - এরপর মোবাইল ডেটাতে ক্লিক করতে হবে এবং Allow background data usage অপশন অফ করে দিতে হবে। - এটি সমস্ত অ্যাপের অটো আপডেট বন্ধ করবে এবং ডেটা খরচও কমবে।
advertisement
advertisement
advertisement