Fridge: রান্না করা খাবার ফ্রিজে রেখে খান? তাহলে সর্বদা 'ডিপ ফ্রিজে' জল ভরা বাটিতে রাখুন ১ টাকার একটি কয়েন, যা ঘটবে তাতে...! জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Fridge: দীর্ঘদিন কারেন্ট না থাকলে ফ্রিজে থাকা বরফ গলে যায়। সেই বরফ গলে যাওয়া জল অনেক সময় খাবারের সঙ্গে মিশে যায়। ফলে ব্যাকটেরিয়ার বিকাশ ঘটে। এই ধরনের খাবার খাওয়া বিপজ্জনক হতে পারে। ১ টাকার কয়েন দিয়েই এই সমস্যার সমাধান হতে পারে।
*মানুষ রান্না করে খান। কিন্তু সকলের পক্ষে রোজ রান্না করা সম্ভব হয় না কর্মব্যস্ততার জন্য। ফলে অনেকেই একদিন রান্না করে দু-তিনদিন পর্যন্ত সেই খাবার ফ্রিজে রেখে খান আজকাল অনেকেই। কারও কারও ক্ষেত্রে ব্যস্ততার জন্য তা ৭ দিন রেখে খেতে হয়। তবে সেই খাবারটি সেই মুহূর্তে খাওয়ার যোগ্য থাকে কিনা, জানা মুশকিল হয়ে পড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement