বাজারে এল সেরামিক ঘড়ি, ক্লাসিক লুকসের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন, পরিমার্জিত সাজের যেন শেষ কথা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Fastrack Cerame: ফাসট্র্যাক বলছে, এই ঘড়ি শুধু ফ্যাশন স্টেটমেন্ট নয়, পার্টি বা অনুষ্ঠানের সাজগোজের সঙ্গে ব্যক্তিগত স্টাইলকেও একধাক্কায় বাড়িয়ে দেবে অনেকটা।
ফ্যাশনেবল হাতঘড়ি মানেই ফাসট্র্যাক। যুবসমাজের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড। এবার তারা নিয়ে এল ‘ফাসট্র্যাক সেরামি’ কালেকশন। সেরামিক ঘড়ির বিপুল সম্ভার। ঘড়ির ফ্যাশনে বৈচিত্র্য আনতে চাইলে এই সিরিজ নিজের কাছে রাখতেই হবে। ফাসট্র্যাক বলছে, এই ঘড়ি শুধু ফ্যাশন স্টেটমেন্ট নয়, পার্টি বা অনুষ্ঠানের সাজগোজের সঙ্গে ব্যক্তিগত স্টাইলকেও একধাক্কায় বাড়িয়ে দেবে অনেকটা। ব্যক্তিত্বে যোগাবে বাড়তি আত্মবিশ্বাস।
advertisement
আধুনিক মননের সঙ্গে মানানসই এই ঘড়ি সমসাময়িক জীবনধারার সঙ্গে সহজেই খাপ খায়। দেয় পরিমার্জিত লুক। যা নিজস্ব পছন্দের সঙ্গে আধুনিক অভিব্যক্তি প্রদান করে।ফাসট্র্যাক সেরামি ঘড়িতে দেওয়া হয়েছে গ্লাস-লাইক ফিনিশ। সেরামিক বেজেল রিং, সঙ্গে অত্যাধুনিক স্ট্র্যাপ একইসঙ্গে ক্লাসিক এবং আধুনিক নান্দনিকতার ফ্যাশনেবল মিশ্রণ।
advertisement
এতে রয়েছে 3D ডায়াল, যা বালির টিলার প্রাকৃতিক রূপ থেকে অনুপ্রাণিত। সেরা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এর মাল্টি ফাংশনাল মুভমেন্ট নিয়ে গর্ব করা যায়। এই সিরিজের প্রতিটা ঘড়িই অত্যন্ত উচ্চ মানের। ডিজাইনেও বৈচিত্র্য রয়েছে। ‘ফাসট্র্যাক সেরামি’ কালেকশনে পুরুষদের জন্য দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ম্যাট ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক কম্বো। দাম ৭৯৯৫ টাকা থেকে শুরু। আপাতত এই সিরিজ শুধু পুরুষদের জন্যই। আগামী কয়েক মাসের মধ্যেই মহিলাদের ভ্যারিয়েন্ট বাজারে আনার তোড়জোড় করছে ফাসট্র্যাক।
advertisement
ফাসট্র্যাক সিরামি’ ব্র্যান্ডের ফ্যাশনেবল লাইনআপের সর্বশেষ সংযোজন ৷ অনলাইনে www.fastrack.in ওয়েবসাইট থেকে এবং অফলাইনে ফাসট্র্যাক স্টোর, টাইটান ওয়ার্ল্ড এবং দেশব্যাপী অন্যান্য অনুমোদিত ডিলারের কাছ থেকে কেনা যাবে। বলে রাখা ভাল, ফাসট্র্যাক অটোমেটিক ঘড়িও বাজারে নিয়ে এসেছে। যাঁরা ক্লাসিক লুক পছন্দ করেন তাঁদের জন্য এটা আদর্শ। এই কালেকশনের সমস্ত ঘড়িই ক্রাফটে অনন্য।
advertisement
পুরুষদের জন্য ৩টি ভ্যারিয়েন্ট রয়েছে। দেওয়া হয়েছে মাল্টিলেয়ার স্কেলিটাল ডায়াল। সঙ্গে চামড়ার স্ট্র্যাপ। এই ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৫ টাকা থেকে শুরু। মহিলাদের ভ্যারিয়েন্টের দুটি রঙ- গোলাপি এবং গাঢ় বাদামি। ডায়ালে স্কেলিটাল লুক। এর দাম শুরু হচ্ছে ৮৯৯৫ টাকা থেকে। ফাসট্র্যাক স্টোর ছাড়াও অনলাইনে মিন্ত্রা থেকেও এই ঘড়ি কেনা যাবে।
