IMEI জালিয়াতি, আস্ত ফোন হয়ে যাচ্ছে জাল! হাজার হাজার টাকা দিয়ে ফোন কিনে ঠকছেন বহু মানুষ! এখনই সাবধান হয়ে যান
- Written by:Trending Desk
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone : ২০২৫ সালের ১৩-১৪ ডিসেম্বর রাতে পুলিশ করোলবাগের বীরনপুরা এলাকার একটি দোকানে অভিযান চালায়। চারজন ব্যক্তি নকল স্যামসাং প্রিমিয়াম ফোন তৈরির সময় হাতেনাতে ধরা পড়ে।
কলকাতা : দিল্লির করোলবাগ এলাকায় দিল্লি পুলিশ একটি বড় জাল মোবাইল ফোন তৈরি ও বিক্রয় চক্রের মুখোশ খুলেছে। এই ঘটনাটি বাজারে নকল প্রিমিয়াম ফোন বিক্রি করার সহজতাকে তুলে ধরে, যা দেখতে আসল বলে মনে হলেও এতে নিম্নমানের এবং জাল উপকরণ রয়েছে। ২০২৫ সালের ১৩-১৪ ডিসেম্বর রাতে পুলিশ করোলবাগের বীরনপুরা এলাকার একটি দোকানে অভিযান চালায়। চারজন ব্যক্তি নকল স্যামসাং প্রিমিয়াম ফোন তৈরির সময় হাতেনাতে ধরা পড়ে।
advertisement
advertisement
পুলিশ ৫১২টি জাল প্রিমিয়াম স্যামসাং ফোন (আল্ট্রা, ফোল্ড এবং ফ্লিপ মডেল) বাজেয়াপ্ত করেছে, সেই সঙ্গে ১২৪টি মাদারবোর্ড, ১৩৮টি ব্যাটারি, ৪৫৯টি জাল আইএমইআই স্টিকার (ভিয়েতনাম-চিহ্নিত) এবং অ্যাসেম্বলি সরঞ্জামও হেফাজতে নিয়েছে। অভিযুক্তরা চিন থেকে মাদারবোর্ড, ক্যামেরা, স্পিকার এবং বডি ফ্রেম সহ খুচরো যন্ত্রাংশ আমদানি করত। এরপর তারা জাল IMEI নম্বর লাগিয়ে এই ফোনগুলিকে একেবারে নতুন Samsung ফোন হিসেবে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে বিক্রি করত।
advertisement
advertisement
advertisement
সর্বদা একজন অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনতে হবে, IMEI নম্বর পরীক্ষা করতে হবে (*#০৬# ডায়াল করতে হবে), বিলটি দেখতে হবে এবং বাক্সের প্যাকেজিং যাচাই করতে হবে। IMEI নম্বরটি পুমিলিয়ে নিতে হবে: ফোনে *#০৬# ডায়াল করতে হবে। স্ক্রিনে IMEI দেখা যাবে। ফোনের বাক্সে ব্যাটারির নীচে (যদি অপসারণযোগ্য হয়) অথবা সেটিংসে (ফোন সম্পর্কে) তালিকাভুক্ত IMEI-এর সঙ্গে এটি তুলনা করতে হবে। যদি নম্বরগুলি ভিন্ন হয় বা না মেলে, তাহলে IMEI জাল বা পরিবর্তিত হতে পারে।
advertisement
advertisement








