Cheapest Prepaid Plans: Airtel vs Jio vs Vodafone Idea ওটিটি-সহ সবথেকে সস্তার প্রিপেড প্ল্যান কারা দিচ্ছে? জেনে নিন বিশদে
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
Cheapest Prepaid Plans: সারা বিশ্ব জুড়ে OTT প্ল্যাটফর্মের জনপ্রিয়তা তুঙ্গে। বহু মানুষই নিজেদের অবসর সময় কাটান OTT প্ল্যাটফর্মে মুভি কিংবা ওয়েব সিরিজ দেখে। জেনে নিন সস্তার প্রিপেড প্ল্যান কারা দিচ্ছে?
আজকালকার দিনে প্রত্যেকেই বিভিন্ন OTT প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ কিংবা মুভি দেখতে পছন্দ করেন। বলা ভাল, সারা বিশ্ব জুড়ে OTT প্ল্যাটফর্মের জনপ্রিয়তা তুঙ্গে। বহু মানুষই নিজেদের অবসর সময় কাটান OTT প্ল্যাটফর্মে মুভি কিংবা ওয়েব সিরিজ দেখে। অনেকে আবার OTT প্ল্যাটফর্মে বিঞ্জ ওয়াচ করতেও ভালবাসেন। অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকেই নিজের পছন্দের সিরিজ কিংবা মুভি দেখতে থাকেন।
advertisement
শুধু তা-ই নয়, আমাদের দেশেও ইতিমধ্যেই OTT কন্টেন্টের চাহিদা ক্রমে বাড়তে শুরু করেছে। আর এই OTT জনপ্রিয়তার কথা মাথায় রেখেই Airtel, Jio এবং Vi-এর মতো টেলিকম কোম্পানিগুলি নিজেদের ডিজিটাল স্ট্রিমিংয়ের পরিষেবাও সম্প্রসারণ করছে। এই সমস্ত কোম্পানি নিজেদের প্রিপেড প্ল্যানে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত করছে। ফলে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনোদনের সুযোগ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
advertisement
advertisement
Airtel-এর ৩০১ টাকার প্ল্যান সবথেকে সাশ্রয়ী বিকল্পগুলির মধ্যে অন্যতম। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে চলেছে OTT অ্যাক্সেস। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড লোকাল এবং রোমিং ভয়েস কল, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এবং ২৮ দিনের জন্য ১ জিবি 5G ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটি ২৮ দিনের। এতে থাকবে JioCinema (পূর্বে JioHotstar) সাবস্ক্রিপশনও। ফলে স্পোর্টস এবং এন্টারটেনমেন্ট-সহ একাধিক ধরনের কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
advertisement
Jio: গ্রাহকদের জন্য OTT প্রিপেড প্ল্যানের ২৯৯ টাকার প্যাক দিচ্ছে Reliance Jio। এই প্ল্যানে অন্তর্ভুক্ত থাকবে দৈনিক ১.৫ জিবি True 5G ডেটা (মোট ৪২ জিবি), আনলিমিটেড লোকাল ও STD কল এবং দৈনিক ১০০টি করে এসএমএস। ২৮ দিনের জন্য এই প্ল্যান উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানের বিশেষত্ব হল, এটি ১৪৯ টাকায় ৩ মাসের জন্য বিনামূল্যে JioCinema মোবাইল সাবস্ক্রিপশন প্রদান করবে।
advertisement
advertisement
Vodafone Idea-র ২৩৯ টাকার প্ল্যান অবশ্য এই বাকি দুই বিকল্পের চেয়ে অনেকটাই সস্তা। যা OTT বেনিফিটের পাশাপাশি এক মাসের JioCinema সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আনলিমিটেড লোকাল ও রোমিং কল, মোট ৩০০টি এসএমএস এবং ২৮ দিনের ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মিলবে ২ জিবি ডেটা। আর এই ডেটা লিমিট পার হয়ে গেলে গ্রাহকদের প্রতি এমবি-র জন্য দিতে হবে ০.৫ টাকা।
advertisement
যদিও এটি বেসিক মোবাইলের চাহিদা পূরণ করে এবং OTT অ্যাক্সেসও প্রদান করে, তবে এতে Airtel এবং Jio প্রিপেড প্ল্যানের মতো হায়ার ডেলি ডেটা এবং অ্যাডিশনাল অ্যাপ বেনিফিটের অভাব রয়েছে। যাঁরা বেশি ডেটা এবং বেনিফিট চান, তাঁরা Vi-এর ৩৯৯ টাকার প্ল্যান আপগ্রেড করাতে পারেন। এই প্ল্যানেও মিলবে দৈনিক ২ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস, আনলিমিটেড কল এবং এক মাসের ওটিটি অ্যাক্সেস। সঙ্গে মিলবে উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও।
advertisement
এর মধ্যে গ্রাহকদের জন্য কোনটি সবথেকে ভাল? সর্বোপরি Airtel-এর ৩০১ টাকার প্রিপেড প্ল্যান এই তিনটি প্ল্যানের মধ্যে সবথেকে দামি। যেখানে Vodafone Idea (Vi)-এর ২৩৯ টাকার প্ল্যানটি এর মধ্যে সবথেকে সস্তার প্ল্যান। কিন্তু Jio-র ২৯৯ টাকার প্ল্যান ভ্যালু ফর মানি বিকল্পের ক্ষেত্রে সেরা। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দৈনিক True 5G ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস, JioTV এবং ৫০ জিবি Jio AICloud স্টোরেজের অ্যাক্সেসও।