ChatGPT WhatsApp Stickers: শুধুমাত্র Ghibli নয়, এবার থেকে কাস্টম AI WhatsApp স্টিকার তৈরি করে দেবে ChatGPT
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ChatGPT WhatsApp Stickers: ব্যবহারকারীদের মনে নিশ্চয়ই এই স্টিকার ক্রিয়েট করার পদ্ধতির বিষয়ে প্রশ্ন জাগবে। ধাপে ধাপে সেই প্রক্রিয়া দেখে নেওয়া যাক। ChatGPT ব্যবহার করে কীভাবে WhatsApp স্টিকার তৈরি করা যাবে?
advertisement
advertisement
অফিসিয়াল ব্লগ পোস্ট থেকে জানা যাচ্ছে যে, এই এআই টুল স্টিকার-স্টাইল ছবি তৈরি করতে পারেন। এই ফিচার ব্যবহারকারীদের স্টিকার ডাউনলোড করার অনুমতি দেবে। আর ব্যবহারকারীরা Facebook, Instagram এবং সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মের মতো iPhone ও অন্যান্য মেসেজিং অ্যাপে WhatsApp এবং iMessage-এর মাধ্যমে সরাসরি এই স্টিকারগুলি ভাগ করে নিতে পারবেন।
advertisement
শুধু তা-ই নয়, অনেকটা Ghibli AI আর্টওয়ার্কের মতো ব্যবহারকারীরা ছবি আপলোড করতে পারেন। এমনকী সেটিকে স্টিকারে রূপান্তরিত করার অনুরোধ জানাতে পারেন। ব্যবহারকারীরা Ghibli স্টাইলে স্টিকার ক্রিয়েট করার জন্য এআই টুলকে নির্দেশ দিতে পারেন। আর এই সমস্ত কাস্টম-মেড স্টিকার কথোপকথনকে আরও সহজ-সরল এবং মজাদার করে তুলবে
advertisement
advertisement
১. নিজের মোবাইলে ChatGPT অ্যাপে যেতে হবে। অথবা chat.openai.com-এ যেতে হবে। ২. এরপর নির্দেশ দিতে হবে। অনেকটা এই রকম: Create a sticker-style image of a blue cat wearing a bowtie with the word ‘Am I a rat? ৩. সেই টেক্সটকে ব্যবহারকারীর মনের মতো স্টিকারে পরিণত করবে ChatGPT। ৪. এবার সেই স্টিকার ডাউনলোড করে তা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে।
advertisement
কীভাবে ছবিগুলিকে WhatsApp স্টিকারে রূপান্তরিত করা যাবে? ১. নিজের মোবাইলে প্রথমে ChatGPT অ্যাপে যেতে হবে। অথবা chat.openai.com-এ যেতে হবে। ২. নিজের ছবি আপলোড করতে হবে। এরপর নির্দেশ দিতে হবে। অনেকটা এই রকম: ‘Turn this image into a Ghibli sticker set’ অথবা ‘Convert this into sticker style with a transparent background’।
advertisement
৩. এবার ব্যবহারকারীর ছবিকে মনের মতো স্টিকারে পরিণত করবে ChatGPT। ৪. কোনও পরিবর্তন আনতে চাইলে স্টিকার মডিফাই করতে পারবেন ব্যবহারকারী। ৫. এবার সেই স্টিকারে রাইট-ক্লিক করে তা সেভ করে নেওয়া যেতে পারে। ChatGPT ব্যবহার করে তৈরি এই সমস্ত স্টিকার WhatsApp, Facebook অথবা অন্য যে কোনও প্ল্যাটফর্মে শেয়ার করা সম্ভব।