ATM: কার্ড না থাকলেও উঠবে টাকা! সাবধান, ফোনের উপর থাকছে নজর, আপনি সুরক্ষিত তো?
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ডেবিট কার্ড লাগবে না, ইউপিআই অ্যাপ থাকলেই এটিএম থেকে তুলতে পারবেন টাকা, কীভাবে দেখুন
advertisement
MySmartPrice-এর প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই এনেবল উইথড্রয়ালের অনুমতি দিয়েছে। অর্থাৎ এটিএমে যাওয়ার জন্য গ্রাহককে আর ডেবিট কার্ড বয়ে বেড়াতে হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডবিহীন নগদ তোলার জন্য মুম্বইয়ের একটি এটিএমে যান MySmartPrice-এর কর্মী। কার্ড ছাড়াই নগদ টাকা তোলেন তিনি। তবে ইউপিআই-এর মাধ্যমে নগদ তোলার প্রক্রিয়া কার্ডের মাধ্যমে টাকা তোলার চেয়ে অনেক জটিল।
advertisement
advertisement
advertisement
advertisement
ইউপিআই-এর মাধ্যমে নগদ তোলার সুবিধা: ইউপিআই-এর মাধ্যমে নগদ তোলার ক্ষেত্রে ইউজারদের কাছে বেশ কয়েকটি ব্যাঙ্কের বিকল্প থাকে। কারণ ডেবিট কার্ড ইউপিআই অ্যাপের সঙ্গে যুক্ত থাকে না। ফলে কার্ডের দরকার পড়ে না। ইউপিআই ভিত্তিক অ্যাপ যেমন গুগল পে, অ্যামাজন পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে লেনদেন করা যাবে। পাশাপাশি নগদ তোলার জন্য ওটিপির সমস্যাও থাকবে না।